May 17, 2024

Digital Indian Golden India

New Entertainment of India


Warning: sprintf(): Too few arguments in /home/digitalindian/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 253

মর্মান্তিক মরণ ঝাপের চিত্র ক্যামেরা বন্দি শহর কলকাতায় কিন্তু কেনো এই সিদ্ধান্ত নিলেন ৩৩ বছরের ওই যুবক সুজিত অধিকারী?//

1 min read
Spread the love

বৃহস্পতিবার মল্লিক বাজারে এক বেসরকারি হাসপাতালে সাতসকালে ঘটে গেলো এক রোমহর্ষক কান্ড। এই বেসরকারি হাসপাতালের আটতলার জানলা দিয়ে বেরিয়ে কার্নিশে বসে ছিলেন সুজিত অধিকারী (রোগী)। সেখানে বসে সেই ব্যক্তি কিছু বলার চেষ্টা করছিলেন যদিও কি বলার চেষ্টা করছিলেন ওই রোগী অনুমান করা হচ্ছে আত্মহত্যার হুমকি দিচ্ছিলেন ওই রোগী। অবশ্য সেই রোগী কে বাঁচানোর চেষ্টায় মাথার ঘাম পায়ে পরে হাসপাতালের ও প্রশাসনের। দমকল বাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ এসে বিভিন্ন ভাবে ওই রোগী কে বোঝানোর চেষ্টা করেন।দমকল কর্মীরা বোঝানোর চেষ্টা করেন তিনি নেমে আসলে তার দাবী দাবা শুনবেন, দমকলের তৎপরতায় আনা হয় হাইড্রোলিক ল্যাডার,নিচে নীল রঙের বেড দিয়ে রাখা হয় যাতে তিনি ঝাপ দিয়ে পড়লে বাঁচানো যায়।দমকলের পক্ষ থেকে রোগীর আত্মীয়(পিসি, ভাই )কে নিয়ে গিয়ে রোগীর সাথে কথা বলানোর চেষ্টা করা হয়, রোগীর দাবী ছিলো পুলিশ ও মিডিয়া কে ডাকানোর,আটতলার কার্নিশে বসে থাকা ওই রোগীকে বাঁচানোর প্রাণপন চেষ্টার পরেও শেষ রক্ষা হয়নি ওই ব্যক্তির।প্রত্যক্ষদর্শীরা এও জানান ঘটনার সময় সুজিত জানান ৭-৮ লক্ষ টাকা ওই বেসরকারি হাসপাতালের বিল হয়েছে তাই তিনি চিন্তিত। ছোট বেলাতেই মা বাবা কে হারিয়েছেন সুজিত, ঠাকুমার কাছে মানুষ অবশেষে সুজিত ক্যান্সারে আক্রান্ত স্ত্রী কে হারান মাত্র ২২ দিন আগে, সুজিতের একটি ৯ বছরের ও একটি ২ বছরের সন্তান আছে জানা গিয়েছে স্ত্রীর মৃত্যুর পরে মানুসিক অবসাদে নেশায় ডুবে থাকতেন সুজিত। অবশ্য চিকিৎসকেরা জানিয়েছেন সুজিতের বিষয়ে তাদের কিছু জানা ছিল না।যদিও হাসপাতালের বিল সংক্রান্ত কোনো কারণ ছিলো না বলে জানিয়েছেন তার পরিবারের লোকে রা। নিউরো সাইন্স হাসপাতালের কার্নিশে বসে থাকার ওই ব্যক্তি ভয়াবহভাবে ঝাপ দিয়ে কার্নিশে ভয়াবহভাবে ধাক্কা খেতে খেতে রক্তাক্ত অবস্থায় মাটিতে এসে পড়েন। ওই বেসরকারি হাসপাতালে সিইও অভিক রায়চৌধুরী জানান ” উনি জানালা ভেঙ্গে বেরিয়ে গিয়েছিলেন। রোগী ক্রনিক অ্যালকোহলিক। আজ তার ছাড়া পাওয়ার কথা । তিনি এখন সম্পূর্ণ সুস্থ। আজ তার পিসি এসেছেন তাকে নিয়ে যেতে । এরপরই সুজিত অধিকারী জানালা ভেঙ্গে বেরিয়ে যান , তার পরেই এই ঘটনা ঘটেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান ৩৩ বছরের ওই রোগী এখন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি, এবং ভেন্টিলেশন সাপোর্টে অচৈতন্য অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।https://youtu.be/rjrU_yn6YZM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *