কুমারটুলি থেকে দুর্গা প্রতিমা নিয়ে এসে শুরু হল নবাবপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির দুর্গাপূজা
1 min readসেখ আব্দুল আজিম নবাবপুর হুগলি , বাংলায় জমিদারি প্রথা তখন মধ্য গগনে নবাবপুর বাজারে কাছারি বাড়িতে টালির চালায় প্রথম শুরু হলো এক চালায় শোলার সাজে দুর্গাপূজা আজ থেকে প্রায় ৯৭ বছর আগে ১৩৩৫ সালে প্রথম দুর্গাপূজা শুরু হয় ।আজও প্রাচীন রীতিনীতি মেনে সেই পূজা সারম্বরে পালিত হয়। এ পূজা প্রথমে কাছারি বাড়িতে চালু হলেও বর্তমানে দুর্গা মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর সেই মন্দিরে দূর্গা পূজা হয়ে থাকে ।কমিটির বর্তমান সম্পাদক সিদ্ধেশ্বর দত্ত বলেন এখনো রীতি মেনে ষষ্ঠীর দিন ঘটস্থাপন করে এবং সপ্তমী অষ্টমী নবমী দশমীর দিন দুর্গা প্রতিমার আরাধনায় গ্রামের সকল অধিবাসীবৃন্দ মিলেমিশে পুজোর আয়োজন করেছেন এখন ও রীতি মেনে লক্ষ্মী পূজার দিন ভোজের আয়োজন করা হয় এই পুজো গোটা গ্রামের গর্ব ।বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দূর্গা পূজা কমিটি গুলিকে যে সরকারি অনুদান দেন সেই সরকারি অনুদান এই নবাবপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটিও পেয়ে থাকে এর জন্য পূজা কমিটির পক্ষ থেকে সম্পাদক সিদ্ধেশ্বর দত্ত মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানান ।তিনি আরো বলেন যে সরকার অনুদান না দিলে আমরা হয়তো এই পূজাকে এত সাড়ম্বরের মধ্য দিয়ে আয়োজন করতে পারতাম না ।