May 17, 2024

Digital Indian Golden India

New Entertainment of India


Warning: sprintf(): Too few arguments in /home/digitalindian/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 253

তবে কি মা সারদা পুনর্জন্ম গ্রহণ করেছেন মমতা ব্যানার্জি রূপে?

1 min read
Spread the love

সোমবার এক অনুষ্ঠানে এক চাঞ্চল্যকর দাবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । যেখানে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক নির্মল মাঝি মমতা ব্যানার্জীকে মা সারদার পুনর্জন্মবলে দাবী করেন। তিনি বলেন সারাদা মা মারা যাওয়ার আগে বিবেকানন্দের কিছু সতীর্থ বন্ধু মহারাজদের কাছে বলেছিলেন যে আমার মৃত্যুর পরে আমি কালীঘাট দিয়েতো যাই কালীঘাট মন্দিরে,ওই হরিশ চ্যাটার্জি তে খাল পেরিয়ে যায়, দিদি যেখানে থাকে সেই রাস্তাটায় ধরে যায়,এখনো ঘাট টা আছে দিদি বলেছিলেন “” বলেছিলেন আমার মৃত্যুর এতদিন পরে আমি কালীঘাটের কালীক্ষেত্রে জন্ম নেব, মনুষ্য জন্ম নেব, এবং আমি ত্যাগ-তিতিক্ষা সামাজিক কর্মকান্ডের সাথে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে যাব ” ইনি দাবি করেন যে পরিসংখ্যানগতভাবে দেখা যাচ্ছে সারদা মায়ের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম মা সারদার করেযাওয়া সেই অঙ্কটাকে মিলিয়ে দিচ্ছে। যদিও নির্মল মাছের এই বক্তব্যের পরে রাজনৈতিক মহলে জোর সমালোচনার ঝড় উঠেছে। প্রশ্ন উঠেছে একজন দায়িত্বশীল জনগণের দ্বারা নির্বাচিত বিধায়ক কিভাবে এইরকম একজন মহীয়সী নারী কে নিয়ে এইরকম অবিবেচকের মতো মন্তব্য করতে পারেন। যদিও উলুবেরিয়ার এই প্রবীণ বিধায়ক আরও দাবী করেন “তিনিই (মমতা ব্যানার্জী ) মা সারদা,তিনিই ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তিনিই সিস্টার নিবেদিতা , তিনি ঘরের দুর্গা”। যদিও এর এর আগেও একাধিক নেতা মন্ত্রী মমতা ব্যানার্জি কে মা দুর্গার সাথে তুলনা করেন। নারীরূপী শক্তিকে একজন নারীর সাথে তুলনা করা কে নিয়ে নিন্দার ঝড় উঠলেও সমালোচকদের একাংশ বলেন যেকোনো সফল নারীকে নারীরূপী শক্তি দুর্গা সাথে তুলনা করা যেতেই পারে। কিন্তু তার থেকে দুই ধাপে এগিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সারদা মায়ের পুনর্জন্ম এই বক্তব্যকে কেন্দ্র করে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। যদিও নির্মল মাঝি তার বক্তব্যে অনড় থেকেছেন। এই নিয়ে বিরোধীদের একাংশ দাবি করেন যে তৃণমূল কংগ্রেসের তোষণের রাজনীতি চলে, যে যত চাটুকারিতা করবে সে তত ভাল রাজনীতিক পদ পাবে । নির্মল মাঝির এই বক্তব্যকে নিয়ে বিরোধীরা বলেন রাজনৈতিকভাবে অনেকটাই কোন ঠাসা হয়ে যাওয়ার পরে পুনরায় রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য নির্মল মাঝির এই ধরণের বক্তব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *