November 21, 2024

Digital Indian Golden India

New Entertainment of India

ফুটপাত বাসীদের রান্না খাবার বিতরণ

1 min read
Spread the love

সেখ আব্দুল আজিম পূর্ব বর্ধমান: বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন সামনে ফুটপাত বাসীদের বসিয়ে রান্না খাবার খাওয়ালো “কাছে আসার গল্প” নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা।এদিন ৫০-৬০ জন মানুষকে নিজেদের রান্না করা ভাত, ডাল, সবজি, মুরগির মাংস ও বাচ্চাদের কেক বসে খাওয়ানোর ব্যবস্থা করে সংস্থার সদস্যরা। মূলত ফেসবুকের মাধ্যমে যোগাযোগ হয়ে যুবসমাজের সংগঠিতভাবে তৈরি হয় এই সংস্থাটি।উল্লেখ্য, ২০১৯ সাল থেকে চলছে এই গ্রুপের বিভিন্ন কর্মসূচি। বছরের বিভিন্ন সময় একত্রিত হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করে থাকে তাঁরা। শীত বস্ত্র বিতরণ, দুঃস্থ অসহায়দের খাদ্য দ্রব্য বিতরণ, রান্না খাবার পরিবেশন, দুঃস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান, জরুরি রক্তের যোগান, গরীব মেয়েদের বিবাহে সহোযোগিতা, স্কুল ছাত্র ছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ, বস্ত্র উপহার ইত্যাদি কাজ করে মানুষের পাশে দাঁড়াচ্ছে এই সংস্থা।এদিন সন্ধ্যায় আরো একবার তাদের কর্মসূচি প্রতিফলিত করে বর্ধমান রেলওয়ে স্টেশন চত্বরে তাদের কর্মসূচি সফল করলো। মানুষের সহযোগিতা নিয়ে এভাবেই তারা কাজ করে এগিয়ে যেতে চাই বলে জানান সংগঠনের মূখ্য পরিচালক সৈয়দ আরমিন রাহাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *