February 8, 2025

Digital Indian Golden India

New Entertainment of India

মাতৃত্বের সুখ পেলেন উত্তরপাড়া নিবাসী বাংলা সিরিয়ালের অভিনেত্রী রূপসা চ্যাটার্জী। পুত্র সন্তানের বাবা হলেন সায়নদীপ সরকার।

1 min read
Spread the love
created by photogrid

গত ৪ই অক্টোবর ২০২৪ শে সাত পাকে বাঁধা পরেন রূপসা ও সায়নদীপ। ৩ মাসের মধ্যেই সুখবর দিলেন তারা। বিগ ব্রেকিং ফ্রাইডে তে তার সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্য আসে তার পুত্র সন্তানের সুখবর, যেখানে তিনি নতুন সদস্যের আঙুল ধরে ছবি ছেড়েছেন ইনস্টগ্রামে। বিয়ের পর থেকেই অভিনেত্রী যে চুটিয়ে মাতৃত্ব উপভোগ করছিলেন, সেটা তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলেই বোঝা যেত। কখনও স্বামীর সঙ্গে খুনসুঁটি আবার কখনও বা বন্ধুবান্ধবদের সঙ্গে মজার ভিডিও শেয়ার করতেন তিনি। অবশেষে অপেক্ষার অবসান। সন্তানকে স্বাগত জানালেন রূপসা-সায়নদীপ।

যদিও রূপসার গর্ভবস্তার ছবি আগেই তারা প্রকাশ্যে এনেছিলেন তিনি সোশ্যাল মিডিয়া তে। বিবাহের ১মাস পরেই তারা জানান তিনি গর্ভবতী। তাকে দেখা যায় নীল ডেনিম, সাদা শার্ট যার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে তার বেবি বাম্প, কপালে কালো ব্যান্ড, খোলা চুল, সাথে সায়নদীপ।

created by photogrid

যদিও বিবাহের ৩ মাসের মধ্যে সুখবরের জন্যে ইতি মধ্যেই অনেক বিতর্ক উঠে এসেছে প্রকাশ্যে, ফ্যানেদের প্রচুর প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাদের, কিন্তু জানা গেছে, কোনো বিতর্কে কান না দিয়ে তিনি মাতৃত্বের সুখ তিনি অনুভব করতে চান এই মুহূর্তে।

আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন নতুন মা-বাবা।

ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়া নিউজের তফর থেকেও এক গুচ্ছ ভালোবাসা ও শুবেচ্ছা নতুন বাবা-মা কে।

created by photogrid

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *