November 27, 2025

মাদ্রাসা শিক্ষক শিক্ষা কর্মী সমিতির কর্মসূচি

1 min read
Spread the love

সংবাদ দাতা – সেখ আব্দুল আজিম চণ্ডীতলা :মাদ্রাসা শিক্ষক শিক্ষা কর্মী সমিতির শ্রীরামপুর মহকুমা সম্মেলন হুগলির চন্ডীতলা থানার নবাবপুর হাই মাদ্রাসা সভা গৃহে অনুষ্ঠিত হলো মাদ্রাসা শিক্ষক শিক্ষা কর্মী সমিতির ১৭ তম ত্রিবার্ষিক শ্রীরামপুর মহকুমা সম্মেলন। মহকুমার বিভিন্ন মাদ্রাসা থেকে প্রধান শিক্ষক সুপার সহশিক্ষক -শিক্ষিকা শিক্ষা কর্মী মুখ্য সম্প্রসারকদের উপস্থিতি উল্লেখযোগ্য মাদ্রাসার শিক্ষক কাজী সাবিত এর পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে সবার কাজ শুরু হয় স্বাগত ভাষণ দেন নবাবপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ফাসিউর রহমান সিদ্দিকী সাহেব সমিতির রাজ্য মুখপাত্র তথা হুগলি জেলার সভাপতি সৈয়দ সাজ্জাদ হোসেন আজকের অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও আয়োজক নবাবপুর মাদ্রাসার প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন আমাদের সকলকে একত্রিতভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে ও ছাত্র-ছাত্রীদেরকে প্রতিদ্বন্দিতার বাজারে যোগ্য প্রতিযোগী করে তুলতে হলে আরও দায়িত্বশীল হতে হবে উপস্থিত সকল শিক্ষকদের আন্তরিক অভিনন্দন জানান ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সাজ্জাদ সাহেব বলেন সারা রাজ্যে মাদ্রাসাগুলি পরিকাঠামগত যে উন্নয়ন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তা সত্যিই প্রশংসনীয় তাই সম্মেলন থেকে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতার সাথে অভিনন্দন জানান কেবলমাত্র শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হলেই মাদ্রাসাগুলি উন্নয়নের পথে আরো এগিয়ে যাবে, রাজ্যে মাদ্রাসা শিক্ষা কেন্দ্র গুলির সাফল্য উল্লেখযোগ্য কিন্তু শূন্য পদে শিক্ষক না দেওয়ার পরিপেক্ষিতে পঠন পাঠন দারুন ভাবে ব্যাহত হচ্ছে এবং শিক্ষকদের অনারিয়াম বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে যথেষ্ট নয় অথচ এম এস কে শিক্ষক শিক্ষিকারা , সরকার ঘোষিত মাদ্রাসার শিক্ষকদের মতো যথাযথ দায়িত্ব পালন করে আসছে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা বক্তব্যের মাধ্যমে বলেন আমাদেরকে একত্রিতভাবে এই সংগঠনের সঙ্গে থেকে সমস্যা সমাধানের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে হবে। আগামী তিন বছরের জন্য সিতাপুর সিনিয়র মাদ্রাসার শিক্ষক শেখ সেলিমকে সম্পাদক ও নবাবপুর হাই মাদ্রাসার শিক্ষক জাবেদ ইমরান বৈদ্য কে সভাপতি হিসেবে মোট ১৭ জনের কমিটি গঠন করা হয়। পরিশেষে মাদ্রাসা শিক্ষক শিক্ষা কর্মী সমিতির হুগলি জেলার সম্পাদক ওবায়দুর রহমান মল্লিক সাহেবের বক্তৃতার মাধ্যমে ও দোয়া প্রার্থনা করে সম্মেলন সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *