December 9, 2025

ডানকুনি তে আগুন

1 min read
Spread the love

সেখ আব্দুল আজিম :ডানকুনিডানকুনির ডাম্পিং গ্রাউন্ডে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। ধোয়ায় অন্ধকার গোটা ডানকুনি, যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে দমকল কর্মীরা। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে ডানকুনির ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা ফেলছে পুরসভা, অস্থায়ী ভ্যাট তৈরি করেছে জাতীয় সড়কের ধারে ওই জলাশয়টিকে, এলাকাবাসী বারে বারে ভ্যাট টিকে অন্যত্র সরানোর কথা বললেও সেভাবে গুরুত্ব দেয়নি পুরসভা, যদিও ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় ভ্যাট তৈরি করতে গেলে স্থানীয়দের বাধায় পিছু হটে ডানকুনি পৌরসভা।তার পর থেকে ডানকুনি ডাম্পিং গ্রাউন্ডেই অস্থায়ী ওই ভ্যাটে আবর্জনা ফেলছে পৌরসভা। আজ সেখানে হঠাৎই আগুন লেগে যায়, ধিরে ধিরে আগুন সর্ব্যত্ব ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁয়েছে ইতিমধ্যেই, ধোঁয়ায় অন্ধকার হয়ে গিয়েছে গোটা ডানকুনি এলাকা, আগুনে পুড়ে গিয়েছে পরিবেশ কর্মী শেখ মামুদ আলী জানান দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন সরকারি আধিকারিককে জানিয়েছি কোনো লাভ হয়নি। ডানকুনি পৌরসভা ,পলিউশন কন্ট্রোল বোর্ড, এবং ডি এম কে, কবে এই দূষণের হাত থেকে সাধারণ মানুষ বাঁচবে, সেটাই দেখার আগামী প্রজন্মকে দূষণমুক্ত পৃথিবী উপহার দিতে আমাদের লড়াই জারি থাকবে। ডানকুনি পৌরসভার একটি ভ্যাটের গাড়িও, দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *