আসন্ন কালীপুজো উপলক্ষে পুজো কমিটি গুলির সাথে প্রশাসনিক বৈঠক
1 min readসেখ আব্দুল আজিম ( চন্ডীতলা) : আসন্ন কালীপুজো উপলক্ষে পুজো কমিটি গুলির সাথে প্রশাসনিক বৈঠক করল হুগলি গ্রামীণ পুলিশের চন্ডীতলা থানা।
গত দুর্গাপূজার আগে একই ধাঁচে প্রশাসনিক বৈঠক করতে দেখা গিয়েছিল এবং সেই প্রশাসনিক বৈঠক থেকে পুজো কমিটিগুলিকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছিল পুলিশ প্রশাসনের তরফ থেকে।
আজ প্রায় কয়েকশো পুজো কমিটিগুলির সাথে বৈঠক করে পুলিশ প্রশাসন এবং
এখনো পর্যন্ত যে সমস্ত পুজো কমিটিগুলি প্রশাসনের অনুমতি নেয়নি তাদের অনুমতি নেওয়ার অনুরোধ করা হয় সাথে বিসর্জনের ডিজে বক্স এবং নিষিদ্ধ শব্দবাজির ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়। এর আগেও শব্দ বাজী নিয়ন্ত্রণে চণ্ডীতলা থানার পুলিশ কে বার বার সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়। বেশ কয়েকবার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয় নিষিদ্ধ শব্দ বাজী ।
আজকের এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন চন্ডীতলার এসডিপিও তমাল সরকার, সার্কেল ইন্সপেক্টর সন্দীপ গাঙ্গুলী, চন্ডীতলা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জয়ন্ত পাল সহ সাব ইন্সপেক্টর সোমদেব পাত্র, রথীন্দ্রনাথ ঘোষ সহ একাধিক পুলিশ আধিকারিকগণ।কালী পুজোর আগে এই বৈঠক যথেষ্ট তাৎপর্য রাখে এমন ই মন্তব্য ওয়াকিবহল মহলের একাংশের।