শিক্ষককে চড় মারলেন ছাত্র
1 min readসৌরভ আদক : ছাত্র শিক্ষকের সম্পর্কে থাকে শাসন, থাকে মধুর ভালোবাসা ও স্নেহ ; কিন্তু এযাবৎ কালে ছাত্র শিক্ষকের সম্পর্কে ভাটা পড়ছে, এমন চিত্র বারংবার আসছে প্রকাশ্যে। কখনো প্রকাশ্যে এসেছে শিক্ষক ছাত্রকে মারার অভিযোগে প্রশাসনের দারস্থ ছাত্রের অভিভাবক, আবার কখনো প্রকাশ্যে এসেছে ছাত্র শিক্ষককে বলতে বাইরে বেরলে দেখে নেবো। এহেন নানান বিতর্ককে অন্য মাত্রা দিয়েছে রাজস্থানের যোধপুরের একটি ঘটনা।যেখানে নকল করতে গিয়ে ধরা পড়ায়, সরাসরি অধ্যাপককেই চড় কষিয়ে হুমকি শাসানির অভিযোগ এসেছে প্রকাশ্যে। ছাত্রকে নকল করতে হাতেনাতে ধরে ফেলেন পরীক্ষার তত্ত্বাবধায়ক। ঘটনাটি ঘটেছে মাংনিরাম বাঙুর মেমোরিয়াল বিশ্ববিদ্যালয়ে। এ ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল ( যদিও ঘটনার সত্যতা যাচাই করেনি ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়া)। বর্ষীয়ান অধ্যাপক অমিত মীনা প্রহৃত হন মেকানিকাল ইজ্ঞিনিয়ারিং পড়ুয়ার হাতে। অভিযোগ, পরীক্ষা চলাকালীন অভিযুক্ত ছাত্র টুকলি করছিলেন। পরীক্ষার তত্ত্বাবধায়ক অমিত মীনা হাতনাতে সেই টুকলি ধরে ফেলায় তাকে পাল্টা চড় মারেন ছাত্রটি। আরও অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে আসা কম্পিউটার সায়েন্স এন্ড ইজ্ঞিনিয়ারিং বিভাগের প্রধানকে আক্রমণ করেন ছাত্রটি। লাথি, ঘুষি মারার সাথে সাথে ভাইরাল অভিযুক্ত ছাত্রকে ভিডিওতে বলতে শোনা যায়, আমাকে মারবেন? নিজে সীমার মধ্যে থাকুন। হুমকি দেওয়ার সাথে সাথে চিৎকার করতে থাকে ছাত্রটি। ঘটনার সাথে সাথেই অভিযুক্ত মহেন্দ্র চৌধুরীর নামে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশকে অভিযোগ জানান, ঘটনাস্থলে এসে উপস্থিত হন পুলিশ।পরীক্ষার শান্তি বিঘ্নিত করার জন্যে পুলিশ আটক করে অভিযুক্ত ছাত্রকে। মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এর প্রথম বর্ষের ছাত্র অভিযুক্ত মহেন্দ্র চৌধুরীকে ইতিমধ্যেই বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের কমিটি। এ’বিষয়ে ঘটনার বিবৃতিতে বিভাগীয় প্রধান শ্রবণলাল মেঘওয়াল জানান, তিনি পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন। মেকানিকাল ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ছাত্রের প্রতারণার খবর পেয়ে তিনি পলায়নকারী ছাত্রকে ধরার চেষ্টা করেন। তবে সেই মহেন্দ্র চৌধুরী অন্য কর্মীদের হাতে ধরা পড়েন। ঘটনায় শিক্ষক মহলে জোর শোরগোল তৈরি হয়েছে। ছাত্র শিক্ষকের মতো পবিত্র সম্পর্কে এহেন ঘটনায় কালী ছেটানোর ঘটনায় স্তম্ভিত শিক্ষক মহলের একটা বড় অংশ।