January 11, 2026

অভিনেতা ধর্মেন্দর মৃত্যুর খবর !?

1 min read
Spread the love

সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর খবর। বেশ কিছু প্রথম শ্রেণীর সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে এই খবর। এই খবরে রীতিমত অস্বস্তিতে ধর্মেন্দ্র পরিবার। দেশব্যাপী বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুতে যখন শোক পালন হচ্ছে ঠিক তখনই ধর্মেন্দ্রর মৃত্যুর খবর উড়িয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ধর্মেন্দ্র কন্যা এষার। মৃত্যুর খবর উড়িয়ে পারিবারিক গোপনীয়তাকে, সম্মান দেওয়ার জন্য অনুরোধ ধর্মেন্দ্র কন্যার। সূত্রের খবর তিনি এখন স্থিতিশীল আছেন এবং ধীরে ধীরে সেরে উঠছেন। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক অভিনেতা অভিনেত্রী।মৃত্যুর খবর উড়িয়ে পোস্ট করেছেন আর এক বর্ষিয়ান অভিনেত্রী হেমা মালিনী। তিনি লিখেছেন অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞান আচরণ । অনুগ্রহ করে পরিবার এবং তার গোপনীয় প্রয়োজনীয়তার প্রতি যথাযথ সম্মান জানান “। শেষ পাওয়া খবর অব্দি প্রবীণ অভিনেতা ধর্মেন্দকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। ধর্মেন্দ্র বর্তমানে মুম্বাইয়ের ব্রিজ ক্যানডি হাসপাতালে ভর্তি আছেন যদিও তার শারীরিক অবস্থা সম্পর্কে কোন বিস্তারিত বিবৃতি পরিবারের তরফ থেকে পাওয়া যায়নি। এই সোমবার থেকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর দুঃসংবাদ। শুধু এষা নন এর আগে সানি দেওয়াল ও জানিয়েছিলেন এই খবর ভুয়ো। অভিনেতা সানি দেওয়ালের টিমের তরফ থেকে জানানো হয়েছিল ” ধর্মেন্দ্র স্থিতিশীল আছেন এবং তিনি পর্যবেক্ষণে আছেন “। তবে কিছু দায়িত্বজ্ঞানহীন পোস্ট সোশ্যাল মিডিয়ায় গুজব হিসেবে ঘুরে বেড়াচ্ছে যা আর রীতিমতো পরিবার এবং সমাজের ক্ষেত্রে উদ্বেগ জনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *