শ্যামা পূজার শুভেচ্ছা বার্তা
1 min readসেখ আব্দুল আজিম (ডানকুনি) ২২ শে অক্টোবর ২০২৪ ডানকুনি পৌরসভার তিন তিনবারের চেয়ারম্যান হাসিনা শবনম সাংবাদিকদের মুখোমুখি। প্রসঙ্গত আসন্ন শ্যামা পূজা এবং আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বঙ্গোপসাগরে নিম্নচাপ আর কয়েক ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড় ডানা বিভিন্ন জেলায় প্রবল বেগে ধেয়ে আসছে। শ্যামা পূজা প্রসঙ্গে ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা শবনম ডানকুনি বাসীকে শ্যামা পূজার শুভেচ্ছা বার্তা দিয়েছেন। পাশাপাশি তিনি বলেন দুর্গাপূজা ভালোভাবে সমাপ্ত হয়েছে। তিনি জনসাধারণের কাছে অনুরোধ করেছেন সরকারি নিয়ম অনুযায়ী শব্দবাজি বাজাবেন সাধারণ মানুষের কোন ক্ষতি না হয়। এই বিষয়ে তিনি প্রশাসনিক বৈঠক করেছেন। উল্লেখ্য ঘূর্ণিঝড় ডানা প্রসঙ্গে জানালেন প্রশাসন এবং তার দপ্তরের সমস্ত আধিকারিক এছাড়া ভাইস চেয়ারম্যান এছাড়াও পৌরসভার সমস্ত সদস্য সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। ২৪ ঘন্টা খোলা থাকবে ডানকুনি পৌরসভা। এমনকি ডিজেস্টার ম্যানেজমেন্ট ও সজাগ রয়েছে সর্বদা ।পাশাপাশি কয়েকটি পাম্প রাখা হয়েছে যাতে জমা জল তাড়াতাড়ি বের করে দেওয়া যায়। তিনি আরো জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো ডানকুনি পৌরসভা সদা সর্বদা( দিদির )বার্তা মেনে চলছে আগামীতেও চলবে এতে কোন ভাটা পরবে না।