নিখোঁজ নাবলক উদ্ধার
1 min readখন্দকার ফজলে মুর্শেদ :একটি বালক নিখোঁজ হওয়ার ৬ ঘন্টা পর পুলিশের হস্তক্ষেপে অবশেষে নিকটবর্তী গ্রামের মেলা থেকে উদ্ধার হল ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সালার থানার আলেপুর গ্রামে। মঙ্গলবার বিকেল চারটে নাগাদ আনুমানিক আট ৮বছরের বালক বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়, তার নাম মমিন শেখ বয়স আট বছর ক্লাস টু তে পড়াশুনা করে। পরিবার ও গ্রামবাসীরা অনেক খোঁজাখুঁজি করার পর গ্রামের মসজিদে মাইকে ঘোষণা করা হয়, এরপর সন্ধ্যা নাগাদ বাড়ি না ফেরাতে সালার থানাতে জানানো হয়, সালার থানার ওসি তুষার মজুমদার তড়িঘড়ি নিখোঁজ বালকের গ্রামে আসেন ও তল্লাশি শুরু করেন ,কয়েক ঘন্টা তল্লাশি চালানোর পর নিকটবর্তী একটি মেলাতে তাকে খুঁজে পাওয়া যায়। বালকটি কাউকে কিছু না জানিয়ে সে একাই মেলাতে গিয়েছিল এবং সন্ধ্যা নামলে সে রাস্তা ভুল করে হারিয়ে যায়, এবং মেলাতেই সে ঘুমিয়ে পড়ে ,এরপর পুলিশ গ্রামবাসীদের সহযোগিতায় মেলাতে খোঁজাখুঁজি সময় সেখান থেকে নিখোঁজ বালককে উদ্ধার করে বালকের পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হয়।