অমর শিল্পী কিশোর কুমারের প্রয়াণ দিবসে স্মরণ শ্রদ্ধাঞ্জলি নিবেদন
1 min read
পুলক চক্রবর্তী, ১৩ই অক্টোবর চুঁচুড়া: ১৩ ই অক্টোবর ২০২৫ সোমবার অমর শিল্পী কিশোর কুমারের ৩৮ তম প্রয়াণ দিবস চুঁচুড়া শ্রদ্ধাঞ্জলি ইউনিট চুঁচুড়ার প্রতাপপুর পার্কে কিশোর কুমারের স্মৃতিচারণ করেন। মাল্যদান করেন সংগঠনের সদস্য সদস্যরাশ্রদ্ধাঞ্জলি ইউনিটের সম্পাদক সঞ্জিত চট্টোপাধ্যায়। তিনি জানান আগামী ডিসেম্বর মাসের ৬ থেকে ৯ তারিখ দিল্লিতে একটি বিরাট পথযাত্রার আয়োজন করা হয়েছে, সারা ভারতবর্ষের কিশোর প্রেমী মানুষ সেই পদযাত্রায় অংশগ্রহণ করবেন এবং মাননীয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন জমা দেবেন যাতে কিশোর কুমার কে মরণোত্তর ভারতরত সম্মানে ভূষিত করা হয় এবং মধ্যপ্রদেশের খান্ডয়ার ওনার পৈত্রিক বাড়ি যাতে হেরিটেজ বিল্ডিং হিসেবে ঘোষণা করা হয়সংগঠনের যুগ্ম সম্পাদক ডাক্তার নীলাঞ্জন পাঠক বলেন কিশোর কুমার আজ ও প্রাসঙ্গিক কিশোর কুমার কখনো মরতে পারেন নাএই দিনে বিভিন্ন পথ চলতি মানুষ কিশোর কুমারের আবক্ষ মূর্তিতে পুষ্প অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান।