রিষড়া পৌরসভার উদ্যোগে বিজয়া সম্মেলন
1 min read
রিষড়া পৌরসভার উদ্যোগে আয়োজিত হলো বিজয়া সম্মেলন পুলক চক্রবর্তী রিষড়া: ১১ ই অক্টোবর শনিবার রিষড়া পৌরসভার উদ্যোগে সকল ওয়ার্ডগুলিকে নিয়ে আয়োজিত হলো এক বিশাল বিজয়া সম্মেলন। এই সম্মেলনে সবার হৃদয়ের স্থান অধিকারী মাননীয় বিজয় সাগর মিশ্র উপস্থিত থেকে সকলকে শুভেচ্ছা শুভকামনা এবং পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন। উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক শ্রী অরিন্দম গুইন মহাশয়,বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়।। উপস্থিত ছিলেন নয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর শ্রী প্রকাশ সাউ মহাশয় এবং শ্রী ঊষা দেবী সাউ মহাশয়া। সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রিষড়া পৌরসভার আয়ত্বাধীন তথা নতুন রূপে সংস্কৃতকরণ রিষড়া রবীন্দ্রভবনে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে,অতিথি সন্মান জ্ঞাপন ও বিভিন্ন সংস্কৃতিক ভাবধারায় এই বিজয় সম্মেলন ডাক দেয় ‘সবারে করি আহ্বান’। এলাকার সকল অধিবাসীবৃন্দকে এই দিন পৌরসভার পক্ষ থেকে মিষ্টিমুখ করানো হয় এবং কর্মরত অবস্থায় আজীবন পাশে থাকার প্রতিশ্রুতি দেন মাননীয় পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র মহাশয়। উপস্থিত ছিলেন রিসা পৌরসভার ভাইস চেয়ারম্যান জনাব জাহিদ হোসেন। এছাড়া ১৬ ওয়ার্ড কাউন্সিলর অভিজিৎ দাস , কাউন্সিলর ঝুম্পা সরকার ও অন্যান্য পৌর কর্মীগণ,পৌরসদস্যগন,উপস্থিতছিলেন প্রিয়াঙ্কা অধিকারী, শ্রী মনোজ চক্রবর্তী,শ্রীমতি মৌসুমী বসু। সকলের উপস্থিতি তে সামগ্রিক বিজয় সম্মেলনটি একটি মিলন সম্মেলনের শুভ মাত্রা পায়। মাননীয় পৌর প্রধান তার বক্তব্যে উল্লেখ করেন ‘কর্মই হলো আমাদের ধর্ম, এই প্রধান ধর্মকে সারা জীবন আগলে রেখেছি এবং আগামী দিনেও মানুষের পাশে থেকে কর্ম করে যাব।’ রিষড়ার কোনায় কোনায় থাকবে সিসিটিভি, চালু করবো রিষড়া সেবাসদন সামগ্রিকভাবে মাননীয় পৌরসভার উদ্যোগে এই বিজয়া সম্মেলনটি সকলকে নিয়ে সাফল্যমন্ডিত করে তোলে ‘সবারে করি আহ্বান’ পংক্তিটিকে।