রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান
1 min readসেখ আব্দুল আজিম, চন্ডীতলা : ২৮ সেপ্টেম্বর ২০২৪ চন্ডীতলা থানার অন্তর্গত দা আবাকাস ইন্টার মডেল স্কুলে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়া ব্লাড ডোনেশন ক্যাম্প।আর এই ব্লাড ব্যাংকে প্রায় ৮০ জন স্বেচ্ছায় রক্ত দান করেন উক্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা এছাড়া সাধারণ মানুষ। উপস্থিত ছিলেন ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা শবনম, হুগলি জেলা পরিষদের সদস্য, সদস্য এবং চন্ডীতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাঁ সহ উক্ত ব্লকের সদস্যাবৃন্দ এছাড়াও উপস্থিত চন্ডীতলা ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সনৎ সানকি মহাশয়।সকল অতিথিদের ব্যাজ ও উত্তরিও পরিয়ে সম্মান প্রদান করা হয়। সকলেই সংক্ষিপ্ত বক্তব্যে দা আবাকাস ইন্টার মডেল স্কুলের ভুয়াসি প্রশংসা করেন এছাড়াও ছাত্র ছাত্রীদের নৃত্য অনুষ্ঠানে সকলের মুগ্ধ হোন।প্রসঙ্গত দা আবাকাস ইন্টার মডেল স্কুলের প্রিন্সিপাল এবং প্রেসিডেন্ট এছাড়া কোষাধাক্ষ জানালেন স্কুলে রক্তদান শিবির এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে সকল অতিথি এবং ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা ছাড়াও যারাই প্রতিষ্ঠান সাথে জড়িত সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। উক্ত স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম নিজে রক্ত দিয়ে ভীষণ আপ্লুত। তিনি বলেন এই প্রথম এই এলাকায় এক নজিরবিহীন সিদ্ধান্তে এলাকার সাধারণ মানুষ ভীষণ খুশি উৎসবে পরিণত হয়েছিল জঙ্গলপাড়া বাসিন্দাদের কাছে।। প্রেসিডেন্ট সেলিম বলেন এই প্রদত্ত গ্রামের মানুষ প্রায় দুই দশক আগে মোল্লার চক জলা মাদুল এ মাত্র কয়েকজন ছাত্র ছাত্রীকে নিয়ে হ্যাপি চিলড্রেন ইংলিশ ম্যাডাম স্কুলের শুভ সূচনা করেছিলেন।। তিনি বারবার চেয়েছেন এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিতে। প্রিন্সিপাল ম্যাডাম প্রেসিডেন্ট এবং কোষাধাক্ষ রক্তদান শিবিরে যারা রক্ত প্রদান করেছেন তাদের সকলকে শুভেচ্ছা দিয়েছেন।। সূত্র জানা গেছে এই স্কুলের সিংহভাগই স্কুলের শিক্ষক শিক্ষিকা স্বইচ্ছায় রক্ত প্রদান করেছেন। উল্লেখ্য একজন ছাত্রী রক্তদানের কথা শুনলে আগ্রহী হয়ে স্কুল কর্তৃপক্ষকে জানায় সে রক্ত দেবে কিন্তু তার বয়স রক্ত দেওয়া যাবে না যেহেতু তার বয়স অনেক কম। মঞ্চে সেই যাত্রীকে দেখা গেল সকলের সামনে এসে তার মনের কথা জানান। উপস্থিত সকলে ছাত্রীর মানসিকতায় ভুয়াসি প্রশংসা করেন।