November 21, 2024

Digital Indian Golden India

New Entertainment of India

সবথেকে কম বয়সে হুগলী জেলায় কেন্দ্রীয়

1 min read
Spread the love

সবথেকে কম বয়সে কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের(RNI)দ্বারা স্বীকৃতি পেলাম হুগলী জেলায় এতো কম বয়সে এর আগে কেও এই রেজিস্ট্রেশন পায় নি, ৩৪ বছর বয়সে নিউজ এডিটারের কেন্দ্রীয় স্বীকৃতি ,আমাদের কেন্দ্রীয় সরকারের RNI রেজিস্ট্রেশন নাম্বার WBBEN/2021/89805,

Digitalindia কেন্দ্র সরকারের একটি প্রজেক্ট, এর অর্থ ভারতবর্ষ কে ডিজিটাল করতে হবে, কিন্ত শস্য শ্যামলা ভারত কি হারিয়ে যাবে? তাই একই সাথে মানুষ ডিজিটাল যুগে প্রবেশ করবেন অন্যদিকে শস্য শ্যামলা ভারত, ভারতবাসীকে স্বাভাবিক জীবন যাপনের জন্য সহযোগিতা করবে। তাই Digitalindian Goldenindia একই সাথে এগোবে ভারত। এই মর্মে সংবাদ পত্রটির নামকরণ করা হয়। ডিজিটাল ইন্ডিয়া এই নামের সাথে যুক্ত সংবাদ পত্র ভারত বর্ষে প্রথম আমরা কেন্দ্রীয় স্বীকৃতি পেলাম,হুগলী জেলায় প্রথম ফেইসবুক ভেরিফাইড নিউজ যা ফেইসবুকেও দেখা যাবে, ১লক্ষ ৫০ হাজারের ফেইসবুক ভেরিফাইড পেজে থাকবে আপনাদের খবর। লোকসভা বিধানসভা অথবা পঞ্চায়েত কিংবা পৌরসভা ভোটে হুগলী জেলায় মানুষের মধ্যে সবথেকে প্রভাব ফেলেছে Digitalindian Goldenindia

হুগলী জেলায় প্রথম কোনো নিউজ চ্যানেল যার এক একটি খবর মিলিয়ন দর্শক দেখে,শুধু তাই না পুজোর সময় একটি বাইক কোম্পানির বিজ্ঞাপনের ভিউ যায় ১. ১ মিলিয়ান যা একটি বিজ্ঞাপনের ১. ১ মিলিয়ান ভিউ এর আগে কোথায় দেখা যায়নি।

মানুষের কথা তুলে ধরে অনেক মানুষের আশীর্বাদ পেয়েছি আমরা। কিন্তু কেন্দ্রীয় এই পূর্ণ রেজিস্ট্রেশন আমাদের কাজে বাড়তি অক্সিজেন যোগাবে এবং আশা করি আগের থেকে অনেক বেশি তথ্য ও খবর পরিবেশন করতে সমর্থ হবো আমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *