ক্যানসারের টিকা আবিষ্কার!
1 min read
শুভজ্যোতি চক্রবর্তী : বিজ্ঞানের নব নব আবিষ্কার মানুষ কে বাঁচার আলো দেখিয়েছে। কলেরা, হাম, টিবি কিংবা করোনা বিজ্ঞানীদের নরলস প্রচেষ্টা জীবন বাঁচিয়েছে প্রজন্মর পর প্রজন্ম কে। কিন্তু এ যাবৎ কালে মারন রোগ ক্যান্সারের কবলে অসহায় ভাবে প্রাণ হারিয়েছে মানুষ। বার বার চেষ্টা করেও এই রোগের টিকা আবিষ্কারে সফল হয়নি বিশ্বের তাবড় তাবড় দেশের বিজ্ঞানী মহল। কিন্তু ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার দাবী অনুযায়ী তাদের বিজ্ঞানীদের করা আবিষ্কারের সফল ট্রায়াল সমাপ্তি হয়েছে। রাশিয়ার আবিষ্কার করা ক্যান্সারের টিকা এন্টেরোমিক্স সফল ট্রায়াল। ক্যান্সার আক্রান্ত ব্যক্তির টিউমার থেকে বিশেষ ধরণের এমআরএনে বের করে এই টিকা টি তৈরী করা হয়েছে। প্রথমে পশুর ওপরে এই টিকা টি ব্যবহার করে ইতিবাচক ফলাফল পেয়েছেন রাশিয়ান বিজ্ঞানী মহল,তারপরে ৪৮জন মানুষের ওপরে এই টিকা প্রয়োগ করা গেছে, প্রত্যেকের ক্ষেত্রেই ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। যেই ৪৮ জন ক্যান্সার আক্রান্ত রুগীর শরীরে এই টিকা প্রয়োগ করা হয়েছে তাদের মধ্যে ৭০% রোগীর শরীরে ক্যান্সার সংকুচিত হয়েছে। এই ফলাফলের পরে রাশিয়ান বিজ্ঞানী মহল সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন এই ফলাফলে তারা সন্তুষ্ট এবং তারা আরও বৃহত্তম টেস্ট করবেন, রাশিয়া সরকারের অনুমতি পেলে তারা তা বিনামূল্যে রোল আউট করার পরিকল্পনা নেবে। এখন দেখার এই টিকা কবে বাজারজাত হয়। কারণ মরণ রোগ ক্যান্সারের যেইভাবে দ্রুত প্রসার ঘটছে তাতে দ্রুত টিকা বাজারজাত না হলে মানব সভ্যতা হয়তো একদিন সংকটের মুখে পরতে পারে।