September 23, 2025

নেপালে ভারতীয়দের সতর্কবার্তা দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী

1 min read
Spread the love

শুভজ্যোতি চক্রবর্তী : ঘটনার সূত্রপাত সোশ্যাল মিডিয়া ব্যান কে কেন্দ্র করে এর পরেই নেপালের পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে । কার্যত জনরোশ এতটাই ভয়াবহ হয় যে ভাঙচুর হয় নেপালের সংসদ ভবন।রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের বাড়ির দখল নিল আন্দোলনকারীরা। প্রধানমন্ত্রী কে পি ওলির বাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি। নেপালে ‘গণবিদ্রোহ’-এর জেরে দেশ ছাড়তে পারেন প্রধানমন্ত্রী, এমনটাই সূত্রের খবর। চিকিৎসার ‘অজুহাতে’ দুবাই যাওয়ার তোড়জোড় ওলির, সূত্রের খবর। কাঠমন্ডু তে উত্তেজনা এতটাই যে ভারতীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে।ভারতের বিশেষ মন্ত্রকের সতর্কবার্তায় বলা হয়েছে, ‘গতকাল থেকে নেপালে যা ঘটছে, আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। নেপালে নিহতদের পরিবারকে সমবেদনা, আহতদের দ্রুত আরোগ্য কামনা। নেপালের বন্ধু ও প্রতিবেশী হিসেবে ভারতে আশা, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে। নেপালে থাকা ভারতীয়রা সতর্ক থাকুন’।নেপালের বীরগঞ্জে আইনমন্ত্রী অজয় চৌরাসিয়ার বাড়িতে আগুন। তথ্যপ্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুঙের বাড়িতেও আগুন বিক্ষোভকারীদের। নেপালে সেন্ট্রাল ব্যাঙ্কের গভর্নরের বাড়িতে আগুন। দুর্নীতি, বেকারত্বের প্রতিবাদে পথে যুব সমাজ। সোশাল মিডিয়া ব্যান ঘিরে ঘটনার সূত্রপাত। সোশাল মিডিয়া থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরেও বিক্ষোভ। কাঠমাণ্ডুতে অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি করা হয়েছে। উত্তপ্ত পরিস্থিতি তে নেপালের প্রধানমন্ত্রীর ডাকে সর্বদল বৈঠক ঘিরেও ধোঁয়াশা রয়েছে। উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কৃষিমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর ইস্তফার পরেও ক্ষোভের আগুন জ্বলছে। এখনও পর্যন্ত ১০ মন্ত্রী পদত্যাগ করেছে। কাঠমাণ্ডুতে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি বিক্ষোভকারীদের। নেপালে কমিউনিস্ট পার্টির অফিসে আগুন। বিদ্রোহের আগুনে জ্বলছে নেপাল, বন্ধ শিলিগুড়ি-কাঠমাণ্ডু বাস পরিষেবা। শিলিগুড়ি-কাঠমাণ্ডু বাস পরিষেবা বন্ধ করল NBSTC। সপ্তাহে ২দিন চলে NBSTC-র শিলিগুড়ি-কাঠমাণ্ডু বাস। নেপালে অশান্তির জেরে আপাতত বন্ধ শিলিগুড়ি-কাঠমাণ্ডু বাস পরিষেবা। অন্যদিকে, ছাত্র-যুবদের বিক্ষোভে জ্বলছে নেপাল। শিলিগুড়ির পানিট্যাঙ্কিতে ৩ দিন ধরে বন্ধ ভারত-নেপাল সীমান্ত। ওপারে কাঁকরভিটা, বীরতা মোড়ে বিক্ষোভের আগুন। এপারে সীমান্তে দাঁড়িয়ে আছে শ’য়ে শ’য়ে ট্রাক। উত্তপ্ত পরিস্থিতি তে ট্রাক ছেড়ে পালিয়ে আসছেন ট্র্যাক চলোকেরা।প্রধানমন্ত্রী কে পি ওলির বাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি। নেপালে ‘গণবিদ্রোহ’-এর জেরে দেশ ও ছাড়তে হতে পারে নেপালের প্রধান মন্ত্রী কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *