May 17, 2024

Digital Indian Golden India

New Entertainment of India


Warning: sprintf(): Too few arguments in /home/digitalindian/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 253

ভদ্রকালী উচ্চ বিদ্যালয়ে (উত্তরপাড়া ) কো- এডুকেশন শিক্ষা

1 min read
Spread the love

২০২৩-২৪ শিক্ষাবর্ষে উত্তরপাড়া ভদ্রকালী হাইস্কুলের কোএড এডুকেশন শুরু হলো অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণী তে ছাত্রীরাও ভর্তি হতে পারবেন।। আগামীদিনে পঞ্চম শ্রেণী থেকে কোএড এডুকেশন চালু করার ও ইংরেজি মাধ্যমের শিক্ষা দানের জন্যে শিক্ষাদপ্তরের কাছে স্কুল কর্তৃপক্ষ আবেদন করেছেন স্কুল কর্তৃপক্ষ। এই বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক চন্দন গুপ্ত বলেন : – ” ভদ্রকালী উচ্চ বিদ্যালয়ে এইবছর একাদশ শ্রেণীতে আমরা ছাত্রদের পাশাপাশি ছাত্রীদের ও ভর্তি নিচ্ছি, ছাত্র-ছাত্রীরা এই বিদ্যালয়ে উন্নত শিক্ষা ব্যবস্থার যাবতীয় উপকরণ পাবেন, উন্নত ল্যাব থেকে গ্রন্থাগার,খেলার মাঠ অডিটোরিয়াম, এই সব কিছু সুযোগ গ্রহণ করতে পারবেন সঙ্গে রয়েছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী। অভিভাবক অভিভাবকদের কাছে এই বিদ্যালয়ে তাদের সন্তানদের ভর্তি করার জন্য আবেদন রাখছি ।এই বিষয়ে স্কুলের পরিচালন সমিতির সভাপতি হাবিব সাদাত রহমান বলেন :- ২০১১ সাল থেকে ভদ্রকালী স্কুলের পরিচালন সমিতির প্রধান হিসাবে আমি দায়িত্বে আছি, এই স্কুলের সার্বিক উন্নয়নের জন্যে ইতিমধ্যেই স্কুলে ৪০০ আসন বিশিষ্ট অডিটরিয়ামের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান হুগলী জেলার প্রথম ছাদে সৌর্য বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র স্থাপন করা হয়েছে। স্কুলের প্রত্যেকটি ছাত্রের জন্যে বিশুদ্ধ পানীয় জল স্থাপন করা হয়েছে। ছাত্র ছাত্রীদের সুরক্ষার জন্যে এই বহুতল বিদ্যালয় টিকে গ্রিল দিয়ে পরিবেষ্টিত করা হয়েছে ।আমরা বিদ্যালয়ের জন্যে একাদশ ও দ্বাদশ শ্রেণী অব্দি কো-এডুকেশন শিক্ষার আয়োজন করেছি যার জন্যে অনেক ছাত্রী ও এই পরিকাঠামোর সুযোগ পাবে। আগামীদিনে পঞ্চম শ্রেণী থেকে কোএডুকেশন শিক্ষার ব্যবস্থার প্রচেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *