৪৩১ দিন পর বল হাতে ব্রিটিশ বধে শামি
1 min read**শুভজ্যোতি চক্রবর্তী : অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে চেয়েও জায়গা পাননি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সেরা বেলার মহম্মদ সামী। তার ফিটনেশ নিয়ে প্রশ্ন তুলেছিলেন, স্বয়ং ভারত অধিনায়ক রোহিত শর্মা। বিশ্বকাপের ৪৩১ দিন পর বাংলার মাটিতেই বল হাতে ব্রিটিশদের গিঁথতে দেখা যাবে মহম্মদ সামীকে। শেষবার ভারতীয় জার্সিতে মহম্মদ সামীকে দেখা গিয়েছিলো, দিনটা ছিলো ১৯ নভেম্বর ২০২৩। ইতিমধ্যেই ঘোষণা হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে ‘টি-২০’ সিরিজের ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে ‘টি-২০’ সিরিজে ১৫ জনের দল ঘোষণা করেছে ভারত। সব ঠিকঠাক থাকলে ২২ জানুয়ারী ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ‘টি-২০’ সিরিজ যা অনুষ্ঠিত হবে কোলকাতা ইডেন গার্ডেন্সে। সেখানেই বল হাতে দেখা যাবে মহম্মদ সামীকে।ফিটনেস নিয়ে আর কোনো সমস্যা নেই। তাই আন্তর্জাতিক ক্রিকেটে মহম্মদ সামীর মাঠে নামা শুধু সময়ের অপেক্ষা। প্রথম ৫টি ‘টি-২০’ ম্যাচের প্রথম ম্যাচ হবে ২২ জানুয়ারি কোলকাতায়, দ্বিতীয় ম্যাচ ২৫ জানুয়ারি চেন্নাই’তে, তৃতীয় ম্যাচ ২৮ জানুয়ারি রাজকোটে, চতুর্থ ময়াচ ৩১ জানুয়ারি পুনেতে, পঞ্চম ম্যাচ ২ ফেব্রুয়ারি মুম্বাই’তে। সামী ফিরলেও দলে থাকছে না ঋষভ পন্থ। উইকেট কিপার হিসাবে দেখা যাবে ‘টি-২০’ তে দুর্দান্ত ফর্মে থাকা সঞ্জু স্যামসন’কে। ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দল— সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক বর্মা, নীতীশ রেড্ডি, মহম্মদ শামি, আরশদীপ সিংহ, হর্ষিত রানা, ধ্রুব জুরেল, রিঙ্কু সিংহ, হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, রবি বিশ্নোই, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর।