March 28, 2025

পরাজিত বাংলাদেশ, অভিভাবকের ভূমিকায় বাংলাদেশ কে কি শিক্ষা দিলো ভারত

1 min read
Spread the love

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচটি ছিল বাংলাদেশের বিরুদ্ধে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ শুরুর একদিন আগে সাংবাদিক সম্মেলনে রোহিতের মুখ থেকে একবার ও বাংলাদেশ শব্দটি শোনা অব্দি যায়নি। এই নিয়ে আক্ষেপেরে শেষ ছিল না বাংলাদেশী মিডিয়ার। বাংলাদেশী মিডিয়ার একাংশ বুমরাহ বিহীন ভারত কে তো গুরুত্ব দেওয়া তো দুর প্রচার করেছিল ভারত নাকি বাংলাদেশ কে ভয় পাচ্ছে। কিন্তু খেলা শুধু হওয়ার প্রথম থেকেই ভারত নিজের প্রভাব রাখতে পেরেছিলো। টসে জিতে ব্যাটিং করতে নেমে মুখ থুবড়ে পরে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ।মাত্র ৩৫ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া পর পর দুটো ক্যাচ মিস করেন। এমন কি ভারতীয় কিপার একটি স্ট্যাম্প ও মিস করে। সেই সৌজন্যে ১০ উইকেট হারিয়ে ২২৮ রান করে। এই ম্যাচে ১০ ওভার বল করে ৫৩ রান দিয়ে ৫ উইকেট নেন ।জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ৩৬ বলে ৪১ রান ও গিল এর অনবদ্য ব্যাটিং এ নির্ভর করে ভারতের শুরু টা ভালোই হয়েছিল।ভারতের প্রথম উইকেট পরে ৬৯ রানের মাথায়।এই ম্যাচেও ভিরাট কোহেলি তেমন সফল না হলেও ৩৮ বলে ২২ রান করেন।এর পরে সুরেশ আইয়ার ও অক্ষর প্যাটেল যথাক্রমে ১৫ রান ও ৮ রানে প্যাভিলিয়নে ফেরেন। এর পরে ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন শুভমন গিল কে.এল. রাহুলের ব্যাটে ভর করে ৪৬.৩ বলের মাথায় জয়ের মুখ দেখে ভারত। ভারতের হয়ে শতরান করেন শুভমন গিল। গিলের ১২৯ বলে ১০১ রানের ইনিংসে ছিল ৯ টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। ভারতীয় দলের উইকেট রক্ষক কে.এল.রাহুল ৪৭ বলে ৪১ রান করেন। ম্যাচের শেরা শুভমন গিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বাংলাদেশ প্রথম ম্যাচে বাংলাদেশি ইউটিউবার ও সাংবাদ মাধ্যম ভারতীয় দলকে নিয়ে একাধিক কথা বললেও ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে ভারতীয় অধিনায়কের মুখে বাংলাদেশ দল নিয়ে কোন কথা শোনা যায়নি কোন কারণে তা জিতে বুঝিয়ে দিলেন রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *