January 22, 2025

Digital Indian Golden India

New Entertainment of India

ভারতের জন্যে দুঃখের খবর, এবার কি অবসরে যাবেন এই তারকা অল রাউন্ডার?

1 min read
Spread the love

ভারতের হয়ে ব্যাট ও বল হাতে সর্বকালের সেরা ব্যাটসম্যান ও বোলার দের মধ্যে রবীন্দ্র জাদেজা অন্যতম সেরা। ভারতের পুরুষ ক্রিকেটের তিন ফরমেটে নিজেকে বার বার সেরা প্রমান করছেন স্যার জাদেজা।ভারতের হয়ে ইতিমধ্যেই ৭৭টি টেস্ট ম্যাচ খেলেছেন সিনিয়র তারকা ক্রিকেটার।ইতিমধ্যেই তার সতীর্থ বোলার অশ্বিন অস্ট্রেলিয়ার মাটিতে অবসর ঘোষণা করেছেন। ইদানিং বল ও ব্যাটে আগের মতো ধার দেখা যাচ্ছিলো না স্যার জাদেজার।এবার অশ্বিনের দীর্ঘদিনের আরেক সতীর্থ জাদেজার সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে অবসরের জল্পনা তুঙ্গে । ১০ জানুয়ারি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এক স্টোরি আপলোড করেন জাডেজা। সেখানে তাঁর নাম লেখা ভারতীয় টেস্ট দলের একটি জার্সির ছবি আপলোড করেন জাডেজা।এই ছবি আপলোড করার পরেই অনেকে মনে করছেন যে জাডেজা হয়তো এই ছবির মাধ্যমে নিজের অবসরেরই ইঙ্গিত দিচ্ছেন।গত বছর বিশ্বকাপের পর তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন। সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় ওই পোস্টের পর জাডেজার টেস্ট ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে।যদিও ৩৬ বছরের তারকা ক্রিকেটার স্যার জাদেজা তার টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা সরাসরি এখনো ঘোষণা করেন নি। কিন্তু সোশ্যাল মিডিয়াতে তার এই পোস্ট জল্পনা বাড়িয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *