January 22, 2025

Digital Indian Golden India

New Entertainment of India

মহা কুম্ভ থেকে বিতাড়িত IIT সাধু

1 min read
Spread the love

এবারের মহা কুম্ভ মেলায় সবথেকে বেশি আলোচনায় এসেছে IIT পাশ করা বাবা।কিন্তু সেই IIT বাবাকে নিয়ে এবার বিতর্ক শুরু হল তাকে নাকি তাড়িয়ে দেওয়া হয়েছে মহা কুম্ভ মেলা থেকে । শোনা গিয়েছে তিনি মহাকুম্ভ থেকে চম্পট দিয়েছেন, তাঁকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর সামনে আসে। কিন্তু IIT বাবা জানালেন, তিনি মহাকুম্ভেই রয়েছেন। গোপন কথা ফাঁস হয়ে যাবে বলে কুৎসা রটানো হচ্ছে তাঁর নামে। আশ্রমের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন IIT পাশ করা এই বাবা অভয় সিংহ।কুম্ভ মেলায় ভাইরাল IIT বাবা অভয় সিংহ IIT থেকে এ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পাশ করে মহাকাশ গবেষণা নিয়ে কাজও করেছিলেন কিছু দিন। কিন্তু জীবনের অর্থ বুঝতে না পেরে অশান্ত হয়ে উঠেছিলেন। শেষ পর্যন্ত সন্ন্যাস গ্রহণ করেই জীবনে শান্তি খুঁজে পান বলে জানান। তাঁর কাহিনি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে দেরি হয়নি। আর তার পরই বিতর্ক দেখা দিয়েছে।ছেলেকে সোশ্যাল মিডিয়া ও টেলিভিশনের পর্দা দেখে ব্যাকুল হয়ে অভয় সিংহ ওরফে IIT বাবার বাবা ও মা।ছেলের কাছে কাতর আর্জি জানায় বাড়ি ফেলার জন্যে এর পরে শোনা যায় এই কথা শোনার পরেই মহাকুম্ভ থেতে বিতাড়িত হয়েছেন IIT বাবা। যে জুনা আখড়ার যে মদী আশ্রমে থাকছিলেন তিনি, সেখান থেকে পালাতে হয়েছে তাঁকে।এ হেন দাবী কে উড়িয়ে দিয়ে IIT বাবা দাবী করেন “ওরা আমার নামে ভুয়ো খবর ছড়াচ্ছে। মদী আশ্রমের লোকজন রাতের বেলায় আমাকে বেরিয়ে যেতে বলে। আমার জনপ্রিয়তা দেখে ভয় পেয়েছে ওরা। ভাবছে, ওদের গোপন কথা ফাঁস করে দেব আমি। তাই বলছে গোপন ধ্যানে গিয়েছি। সব বাজে কথা।” তিনি মহাকুম্ভেই রয়েছেন বলে জানিয়েছেন IIT বাবা।আশ্রম সূত্রে জানা গিয়েছে সংবাদমাধ্যম যেভাবে পিছনে পড়ে গিয়েছে, তাতে IIT বাবার মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়েছে। তাই অনুচিত দাবি করছেন তিনি। শুধু তাই নয়, IIT বাবা মাদক সেবন করেন বলেন বলেও অভিযোগ তুলেছেন মদী আশ্রমের সন্ন্যাসীরা। তাঁদের দাবি, IIT বাবার বদভ্যাসের জন্য জুনা আখড়া তাঁকে বের করে দিয়েছে।

এবিষয়ে IIT বাবার প্রশ্ন “কারা এঁরা? কেমন মনোবিদ এঁরা, আমার মানসিক অবস্থাকে আমার চেয়ে ভাল জানেন? আমাকে সার্টিফিকেট দিতে হলে আমার থেকে বেশি জানা উচিত ওঁদের।”

যদিও সাধু সন্ত হওয়া কঠিন নিয়ম শৃঙ্খলা ও ত্যাগের বিষয়। এখন প্রশ্ন সেই পদ্ধতির সাথে কি আদেও মানিয়ে নিতে পাচ্ছেন না IIT বাবা নাকি তাড়িয়ে দেওয়ার পেছনে আছে অন্য কোনো রহস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *