ঝগড়ার সময়ে ঠোঁট কামড়ে রক্তারক্তি কান্ড
1 min read
শুভজ্যেতি চক্রবর্তী : এক দম্পতির মধ্যে ঝগড়া চলাকালীন মারপিট রক্তারক্তি কান্ড। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়, দম্পতির ঝগড়া চলাকালীন স্বামী স্ত্রী’র ঠোঁ’টে সজোড়ে কামড়ে দেন।
এরপরে প্রবল রক্তারক্তি, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়, স্ত্রী এর রক্ত থামাতে হাসপাতালে নিয়ে যেতে হয়। মহিলা’র ঠোঁটে ১৬টি সেলাই পড়ে। উত্তরপ্রদেশ এর মথুরায় ঘটা এই অদ্ভুত কান্ড ইতিমধ্যেই সমাজমাধ্যমে।ভাইরাল হয়েছে।
ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে, অভিযোগ শুক্রবার সন্ধ্যা বেলায় মহিলা তার বাড়িতে।কাজ করছিলেন, এমন সময়ে স্বামী বিষ্ণু এসে কোনো কারণ ছাড়াই ঝগড়া করতে শুরু করেন। মাগুড়ার স্টেশন হাউস অফিসার মোহিত তোমর এ’বিষয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছে, দম্পতি’র ঝগড়ার একটি পর্যায়ে স্ত্রী যখন স্বামীকে চুপ করার জন্যে বলেন, তখন স্বামী রেগে গিয়ে তার স্ত্রী’র ঠোঁটে কামড় দেন। ঘটনার সময়ে ব্যক্তির বোন বাড়িতেই ছিলেন। ব্যক্তি তার বোনকেও মারতে ছাড়েন’নি এমনটাই অভিযোগ।
অভিযোগ সেই মহিলা তার শাশুড়ী ও দেওরের কাছে স্বামীর অশালীন আচরণ সম্পর্কে জানাতে গেলে, তারাও সেই মহিলাকে মারতে শুরু করেন। এরপরে মহিলার বাপের বাড়ির লোকেরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে তাদের মেয়েকে নিয়ে গিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন। সেই ব্যক্তির পরিবারের ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ২২ বছর বয়সী ওই মহিলা আজমীকে এর আগেও ২০২৩ সালের ডিসেম্বর মাসে পণ চেয়ে নাকে কামড়ে আহত করেছিলেন তার স্বামী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাংসারিক বিষয় নিয়েই দম্পতির মধ্যে ঝামেলা হয়েছে। একবার নাকে কামড়ে, তারপরে ঠোঁটে কামড়ে স্ত্রীকে আহত করার ঘটনায় প্রশ্ন উঠেছে স্বামীর মানষিক পরিস্থিতি নিয়ে।