September 23, 2025

রাজ্য থেকে ভিন রাজ্য ভিন্ন ছাড়াও এই বর্ষার মৌসুমে বিশ্বজুড়ে যখন জল যন্ত্রণায় ভুগছে ডানকুনিও পৌরসভা ব্যতিক্রম নয়।

1 min read
Spread the love

সেখ আব্দুল আজিম (ডানকুনি) রাজ্য থেকে ভিন রাজ্য ভিন্ন ছাড়াও এই বর্ষার মৌসুমে বিশ্বজুড়ে যখন জল যন্ত্রণায় ভুগছে ডানকুনিও পৌরসভা ব্যতিক্রম নয়। জল যন্ত্রণা থেকে না বাঁচলেও ডানকুনি পৌরসভা গরু বা মোষের খাটাল নিয়ে বিগত কয়েক বছর ধরে যেভাবে সাধারণ মানুষের ক্ষতি ছাড়া লাভ হচ্ছিল না। ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা শবনম সুপ্রিম কোর্টের অর্ডার মান্যতা দিয়ে যেভাবে খাটাল উচ্ছেদ হল তা চিরস্মরণীয় হয়ে থাকবে ডানকুনিবাসীর কাছে। গরু বা মহিষ ঘাটালের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল বছরের পর বছর সেই অভিযোগ ধোপের টিকলো না। কয়েকটি স্বেচ্ছাসেবক সংস্থা তারা কোর্টেও মামলাও করেন উক্ত প্রসঙ্গে অবশেষে স্বস্তি ফিরলো ডানকুনি পৌরসভার এলাকাবাসীদের। সম্প্রীতি গত এক বছর আগে এই খাল ছেচ দপ্তর সংস্কার করেন কোটি কোটি টাকা খরচা করে। কিন্তু বছর যেতে না যেতেই আবার ডানকুনি খাল মুজে যায় জোরালো হয় সংস্কারের দাবি, পরিবেশকর্মী শেখ মাবুদ আলী জানান খাটাল না উচ্ছেদ হওয়া পর্যন্ত এই খাল দূষণমুক্ত হবে না ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা শবনম জানালেন উচ্ছেদকে কেন্দ্র করে জটিলতা সৃষ্টি করতে চেয়েছিল কিছু মানুষ। অবশেষে ধোপে টিকলো স্বস্তি পেলেন ডানকুনি এলাকাবাসী খাল নিকাশি বজ্র পদার্থ থেকে মুক্তি পেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *