প্রজাতন্ত্র দিবসের আগের রাতে ব্রিটিশ বধ ভারতের
1 min read
ভারতীয় পুরুষ ক্রিকেট দল টি-২০ তে দিনে দিনে অপ্রতিরোধ্য হয়ে দারিয়েছে। ইতিমধ্যেই টি -২০ বিশ্বকাপের খেতাব অর্জন করছে ভারতীয় পুরুষ ক্রিকেট দল, তার পর থেকে আরও অপ্রতিরোধ্য হয়ে দাড়িয়েছে এই দলটি। টানা জয়ে এখনো অব্দি একটা ম্যাচ ও হারেনি ভারতীয় দল। ইংল্যান্ড এর ভারত সফরে প্রথম ম্যাচ ছিল ইডেন গার্ডেন মাঠে। দ্বিতীয় ম্যাচ ছিল প্রজাতন্ত্র দিবসের আগে।যেখানে প্রথমে ব্যাট করতে নেমে ১৬৫ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। এর পরে ব্যাট করতে নেমে তিলক বর্মা ছাড়া ভারতের টপ ব্যাটিং অর্ডার ব্যার্থ হয়।তিলক বর্মার ৫৫ বলে ৭২ রানের ইনিংস ভারত কে জয়ের মুখ দেখায়।ওয়াসিংটন সুন্দর ১৯ বলে ২৬ অভিষেক শর্মা ৬ বলে ১২ ছাড়া কেওই ব্যাটে ডবল ডিজিট অতিক্রম করতে পারেন নি।বরুন চক্রবর্তী ও এক্সার প্যাটেল ৪ ওভারে যথাক্রমে ৩৮ রানে দুই উইকেট ও ৩২ রানে ২ উইকেট নেন। দেশের মাটিতে ব্রিটিশ বাহিনী কে পর পর দু-দুটো ম্যাচ হারিয়ে নিজেদের আবারো অপ্রতিরোধ্য প্রমান করলো ভারত