ছেলের রেকর্ড, কাদলেন বাবা, অস্ট্রেলিয়ার মাটিতে পুষ্পা রাজ
1 min read
ভারত বনাম অস্ট্রেলিয়া পুরুষদের আন্তর্জাতিক বর্ডার গাভাস্কার টেস্ট ক্রিকেট সিরিজ। পাঁচ ম্যাচের এই সিরিজে প্রথম ম্যাচটি ভারত জিতেছে , দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছে এবং তৃতীয় টেস্টটি ড্র হয়েছে। কিন্তু চতুর্থ টেস্টের প্রথম থেকে সময় থেকে শুরু হয় বিতর্ক।বিরাট কোহেলির সাথে শ্যাম কন্সটাস এর ধাক্কা ধাক্কি তে চূড়ান্ত বিতর্ক সৃষ্টি হয়। বিরাটের ম্যাচ ফিসের ২০% কেটে নেওয়া হয়। অস্ট্রেলিয়ান মিডিয়া বিষয়টিকে নিয়ে রং চড়িয়ে ভিরাট কে ভিলেন বানিয়ে দেন।৪৭৪ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। জবাবে ব্যাক করতে নেমে যশোস্বী যাইস্বাল ছাড়া ওপেনিং ও মিডিল অর্ডার তেমন ভাবে ব্যাটে রান পান নি। ৩৬ রানে আউট হন ভিরাট। ১৫৯ রানের মাথায় ৫ এবং ২২১ রানের মাথায় ৭ উইকেট পরে যায় ভারতের। এরপরে ব্যাট করতে নেমে ধৈর্যের পরীক্ষায় কিস্তিমাত করে ভারতীয় দলের তরুণ দুই ব্যাটসম্যান নিতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর। নিতিশ কুমার রেড্ডি অর্ধশত রান করে পুষ্পা স্টাইলে বুঝিয়ে দেন ঝুকেগা নেহি। এরপরে অর্ধশতরণ করেন ওয়াশিংটন সুন্দর । ৩৪৮ রানের মাথায় ঘটে আরও একটি বিপত্তি। নিথেন লাইনের একটি বলে ভেঙে যায় ১২৭ রানের পার্টনারশীপ। নিতিস তখন ১০০ এর কাছা কাছি তখন শুন্য রানে আউট হয়ে জান উল্টো দিকে থাকা জসপ্রীত বুমরা।এর পরে ব্যাট করতে আসেন মহম্মদ সিরাজ। তখনো বাকি ছিল প্যাট কামিং শেষ তিন বল। কোনরকম সামনে নাম তিনি। এরপরে আসে সেই মুহূর্ত। লড়াইটা ছিল অস্ট্রেলিয়া কে উত্তর দেওয়ার। লড়াইটা ছিল দুস্থ ঘর থেকে উঠে আসে একটি ছেলের বাবার চোখের জল মুছে মুখে হাসি ফোটানোর মুহূর্ত তৈরি করার। তখন স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার দর্শক। তার মধ্যে উপস্থিত নিতীশের বাবা । তিনি ছেলের জন্য চাকরি ছেলে ছিলেন। একটা সময় অর্থের অভাবে বাবাকে হাউ হাউ করে কাঁদতে দেখেছিলেন নীতিশ। একটা ৪ লাফি উঠলো ড্রেসিং রুমের সিনিয়র প্লেয়াররা, উল্লাসিত ভারতীয় ক্রিকেট ফ্যানেরা। স্টেডিয়ামে উপস্থিত বাবা হাউ মাউ করে কেঁদে ফেললেন। তবে এবারের কান্নাটা ছিল ছেলের সাফল্যের। অস্ট্রেলিয়ার মাটিতে সব থেকে কম বয়সে শচীন তেন্ডুলকর আর ঋ শভ পান্থ এর পরে সেঞ্চুরি করলেন ছেলে। সম্মান বাচালেন ভারতের। একটা না পাওয়ার গল্প কঠিন লড়াই সাফল্য পেল অস্ট্রেলিয়ার মাটিতে। পুষ্পার ঝুকে গা নেহি স্টাইলে শুধু অস্ট্রেলিয়াকে নয়, প্রতিবন্ধকতাকে আঙুল দিয়ে চ্যালেঞ্জ করে বুঝিয়ে দেওয়া ঝুকে গা নেহি