অস্ট্রেলিয়ার মাটিতে পুষ্পা রাজ
1 min readপুষ্পা দক্ষিণ ভারতের একটি ছবি (মুভি ) সববিটিতে এক চন্দন কাঠ পাচারকারীর জীবনের নানান ভালো ও খারাপ দিক, এর সাথে তার উন্নতি ও নানান ইতিহাস সুন্দর ভাবে পরিবেশিত হয়েছে লেখকের ভাবনা রসের মধ্যমে। অভিনেতা আল্লু অর্জুনের অসাধারণ অভিনয় ও ঝুকেগা নেহি ডায়লগ এর আগে অনুব্রত মকন্ডল থেকে শুরু করে একাধিক রাজনৈতিক ব্যক্তির মুখে জায়গা পেয়েছে। পুষ্পা ছবির পার্ট ২ ইতিমধ্যেই সুপার হিট বক্স অফিসে। এবার পুষ্পরাজ জায়গা পেলো অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি বর্ডার গাভাস্কার সিরিজে প্রথম ম্যাচে ভারত জয়লাভ করেছে আর একটি তে অস্ট্রেলিয়া তৃতীয় ম্যাচ টি ড্র হয়েছে। চতুর্থ ম্যাচ শুরু হয়েছে ২৬ শে ডিসেম্বর থেকে। চতুর্থ ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া রানের পাহাড় তৈরি করে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৪৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি ভারতের। রোহিত শর্মার ধারাবাহিক খারাপ পারফরমেন্স প্রথম ইনিংসে মাত্র ৩ রানে আউট হয়েছেন রোহিত। প্রথম দিনে ১৬৯ রানের পাঁচ উইকেট পড়ে যায়।১৯১ রানের মাথায় পরে ঋষভ পান্থ এর উইকেট ও ২২১ রানের মাথায় পরে জাদেজার সপ্তম উইকেট। এরপরে ব্যাট করতে নেমে নীতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন শ্যামসুন্দরের জুটি ১০০ রানের পার্টনার শিপ করে। নিতিশ কুমার রেড্ডি অস্ট্রেলিয়া মাটিতে অর্ধশত রান পূর্ণ করার পরে পুষ্পা স্টাইলে ব্যাট হাতে নিয়ে দেখায় ঝুকেগা নেহি।
https://www.facebook.com/share/r/1Apy4y5uw7/
নীতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন শ্যামসুন্দরের এই জুটি ভারত কে ৩২৬ রানের একটি সম্মান জনক স্কোরে পৌছায়।শেষ পাওয়া খবর অনুযায়ী ভারতীয় পুরুষ ক্রিকেট দল ৩২৬ রানে ৭ উইকেট হারিয়েছে। নিতিশ কুমার রেড্ডি ৮৫ রানে ব্যাট করছে। ওয়াশিংটন সুন্দর ৪০ রানে অপরাজিত।