বাংলাদেশের বিরুদ্ধে রেকর্ড বুমরার
1 min read৪০০ উইকেটের মাইল মাইল ফলক স্পর্শ করলেন যাস্প্রিত বুমরা।প্রত্যেক বলরের জীবনের স্বপ্ন থাকে ৪০০ উইকেটের।বাংলাদেশ টেস্টের আগে ৪০০ উইকেটের মাইল ফলক স্পর্শ করতে বাকি ছিলো ৩ টি উইকেট বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম ইনিংসে যাস্প্রিত বুমরার ৪ উইকেট,এবার ৪০০ উইকেটের মাইল ফলক স্পর্শ করলেন যাস্প্রিত বুমরা।এর মধ্যে টেস্টে ১৫৯টি, এক দিনের ক্রিকেটে ১৪৯টি এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ৮৯টি উইকেট। ভারতের হয়ে এর আগে এই নজির গড়েছেন মাত্র ৫ জন জোরে বলার।ভারতের ষষ্ঠ জোরে বোলার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট নেওয়ার নজির গড়লেন বুমরা।এর আগে ৪০০ উইকেটের মাইল ফলক স্পর্শ করেছিলেন কপিল দেব, জাহির খান, জাভাগল শ্রীনাথ, মহম্মদ শামি, ইশান্ত শর্মা।যদিও ভারতীয় দলের একাধিক স্পিনার ৪০০ বা তার বেশি উইকেটের মাইল ফলক স্পর্শ করছেন এই তালিকায় আছে অনিল কুম্বলে, হরভজন সিংহ, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজার নাম। যদিও যাস্প্রিত বুমরা গত কয়েক বছর ধরে বিশ্ব ক্রিকেটে ব্যাটসম্যানদের কাছে একটা ত্রাস হিসাবে পরিণত হয়েছেন। এখন যাস্প্রিত বুমরা বোলিং পারফরমেন্সের উপরে ভারত টেস্ট বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য যাস্প্রিত বুমরার বোলিং এর জোরে ভারত ইতিমধ্যে t20 বিশ্বকাপ জয় করেছে।