December 8, 2025

ফুরফুরায় সাংবাদিক সম্মেলন

1 min read
Spread the love

সেখ আব্দুল আজিম (ফুরফুরা) সাতাশে জুলাই ২০২৫ দুপুর দুটো নাগাদ ফুরফুরা মহল্লা বেলপাড়ায় সাংবাদিক সম্মেলন করলেন পীরজাদা আলহাজ্ব সৈয়দ মোঃ নাজিম উদ্দিন হোসাইন আল বুখারী। উপস্থিত ছিলেন পীরজাদা আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ নাজিম উদ্দিন হোসাইন ‌আল‌ কোরাইশি আল বুখারী এছাড়াও হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আইনজীবী সৌমেন চ্যাটার্জী এছাড়া সি আই বির ওয়েস্ট বেঙ্গল চিফ নারায়ন বিশ্বাস প্রমুখ। পীরজাদা সাংবাদিক সম্মেলনে নাম না করে ফুরফুরা শরীফের এক বাবার নাম বারবার উচ্চারণ করে খোভ উগরে দেন। আইনজীবী অন্যান্য আধিকারিকগণ বিভিন্ন বিষয়ে উল্লেখ করে বলেন তার মক্কেল কে ফাঁসানো হয়েছে অযথা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। প্রসঙ্গত পীরজাদা আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ নাজিম উদ্দিন হোসাইন আল বুখারী ব্যবসায়িক কাজে তিনি দিল্লি যান দিল্লি যাওয়ার পর পীরজাদা কে গ্রেফতার করা হয় দিল্লিতে তাকে তিহার জেলে পাঠানো হয়।কয়েক দিনের মধ্যেই পীরজাদার আইনজীবী আইনি লড়াই করে জামিনে মুক্তি পান পীরজাদা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *