স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা ও সাস্থ শিবির
1 min readবিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা বিশ্ব জুড়ে জরায়ুমুখ (সার্ভিক্স) ক্যানসার নিয়ে সচেতনতা প্রচারে জোর দিচ্ছে। সেইদিকে নজর রেখেই কোন্নগর স্বাস্থ্য মেলা কমিটি (পিপলস সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন) ও নবগ্রাম সোস্যাল স্কোয়াডের যৌথ উদ্যোগে আজ সার্ভাইক্যাল ও স্তন ক্যানসার স্ক্রিনিং-সহ মহিলা স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করে। সহযোগিতায় ছিল চিত্তরঞ্জন ন্যাশানাল ক্যান্সার ইন্সটিটিউট, রোটারি ক্লাব অফ সল্টলেক মেট্রোপলিটন ও রোটারী ক্লাব অফ শ্রীরামপুর, কেপিসি মেডিকেল কলেজ, এস এস মেডিকেয়ার সার্ভিসেস। প্রায় ২২০ জনের বেশি মহিলা এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করান।শিবিরের প্রথমে সার্ভাইকাল ও ব্রেস্ট ক্যান্সার এবং রক্তাল্পতার(অ্যানিমিয়া) ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এই শিবিরে উপস্থিত ছিলেন ডাঃ চিত্রা দে, ডাঃ দেবস্মিতা মুখার্জি,ডাঃ কমলিকা দাস,সোস্যাল স্কোয়াড,নবগ্রাম ক্লাবের সম্পাদক ও সভাপতি শুভাশীষ দত্ত, প্রবীর গাঙ্গুলি, রোটারী ক্লাব অফ শ্রীরামপুরের সভাপতি গৌতম দত্ত,কৃশাণু চট্টোপাধ্যায়,কোন্নগর স্বাস্থ্য মেলা কমিটির পক্ষে সুদীপ্ত চক্রবর্তী, সুব্রত দাস , শুভঙ্কর মিত্র, নবগ্রাম পঞ্চায়েতের সদস্য/সদস্যা জয়দীপ মুখার্জি,রাধারাণী ভট্টাচার্য, রিনা ভৌমিক, পৌলমী রায় প্রমুখ । কোন্নগর স্বাস্থ্য মেলা কমিটির সম্পাদক কিশলয় ঘোষ বলেন ২০২৫ সালে ১০০০ জন মহিলার সার্ভাইকাল ও ব্রেস্ট ক্যান্সার স্ক্রীনিং এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।আজকেরটা সহ আরো ৯টা শিবির এবং ছাত্রীস্কুলগুলিতে সচেতনতা শিবিরের আয়োজন করা হবে এই বছরে।ভবিষ্যতে সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন প্রদানের প্রচেষ্টা চালানো হচ্ছে।