March 28, 2025

সিভিকেরাও দৃষ্টান্ত তৈরী করে

1 min read
Spread the love

গরম পরার সাথে সাথেই বাড়তে থাকে রক্তের চাহিদা। আর সেই রক্তের চাহিদা মেটাতেই প্রয়োজন রক্তদান শিবিরের। পুলিশ প্রশাসন একদিকে যেমন প্রশাসনিক কাজে মানুষের সহযোগিতা করে তার পাশাপাশি প্রশাসনের একটি অংশ সিভিক ভলেন্টিয়ারেরাও এবার গরম কালে রক্তের চাহিদা মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করলো। এবার চন্দনপুর অঞ্চলের ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার দের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির হয়ে গেলো। উপস্থিত ছিলেন হরিপাল বিধানসভার বিধায়িকা করবি মান্না, অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, মহেশ্বরপুর ওসি ট্রাফিক অনুপ মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি সুচন্দ্রা ধোলে অধিকারী, চন্দনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জামিরুল হালদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিলেন সিভিক ভলেন্টিয়ার মিনহাজ মন্ডল, সৌমেন্দ্রনাথ আইচ, রিন্টু ঠাকুর ও মনোজ বাগ ভিলেজ ভলেন্টিয়ার টোটন ধারাউদ্যোক্তারা বলেন ,এই স্বেচ্ছায় রক্তদান মহৎ দান, আমরা প্রথম বছর রক্তদান শিবির করছি তাতেই এ বছর প্রায় ৫৬ জন সিভিক পুলিশ সহ সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন।প্রশাসনিক কাজের পাশাপাশি সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে মানুষের পাশে থাকব।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *