রাখি বন্ধন উৎসব
1 min read
সেখ আব্দুল আজিম (চন্ডীতলা) মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাখি বন্ধন উৎসব যখন সারা রাজ্যে চলছে একে অপরের প্রতি রাখি পরিয়ে দিচ্ছেন ৯ ই আগস্ট ২০২৫ শনিবার চন্ডীতলা ১ নম্বর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে রাখি বন্ধন অনুষ্ঠান হলো নবাবপুরের শিবতলায়।প্রসঙ্গত নবাবপুর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় নবাবপুর শিব তলায় রাখি বন্ধন উৎসব নজর কাড়ে এলাকার সাধারণ মানুষের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্ডীতলা বিধানসভার বিধায়ক স্বাতী খন্দকার এছাড়া উপস্থিত ছিলেন চন্ডীতলা ব্লক ওয়ানের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয় ছাড়াও তৃণমূল কংগ্রেসের হুগলি জেলা পরিষদের সদস্য সদস্যা এছাড়া উপস্থিত ছিলেন চন্ডীতলা এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাঁ মহাশয় ছাড়াও উক্ত পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ শেখ মোশারফ আলি ছাড়াও কর্মদক্ষ সেখ মইদুল ইসলাম ও উক্ত সমিতির সদস্য সদস্যা বৃন্দ। চন্ডীতলা ১ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের সভাপতি সনৎ কুমার মহাশয় হুগলি জেলা পরিষদের ভোলানাথ চ্যাটার্জি ছাড়াও জেলা পরিষদের অন্যান্য সদস্য সদস্যা বৃন্দ। নবাবপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য এছাড়া নবাবপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান নস্কর (সঞ্চালক)জানালেন আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিনা সাঁতরা উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক উক্ত পঞ্চায়েতের সদস্য সদস্যবৃন্দ ও ছাড়াও তৃণমূল কংগ্রেসের সৈনিকবৃন্দ। সকলে মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য দেন। বিধায়ক স্বাতী খন্দকারের প্রতি স্বাগত জানিয়ে স্লোগান দিতে থাকেন সকলেই। ব্যাচ উত্তরীয় এবং পুষ্পস্তক দিয়ে সম্মান প্রদান করা হয় পাশাপাশি তাকেও রাখি পরিয়ে দেওয়া হয় বিধায়ক তিনি ও তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী ও দলীয় কর্মীদের রাখি পরিয়ে দেন। নবাবপুরের শিবতলায় পথযাত্রীদের রাখি পরিয়ে দেওয়া হয় এছাড়াও মিষ্টিমুখ করানো হয়। সংক্ষিপ্ত বক্তব্যে বিধায়ক উপস্থিত সকলকে রাখি বন্ধনের তাৎপর্য বর্ণনা করেন ছাড়াও সকলকে আন্তরিক ভালবাসা জানিয়েছেন। এই প্রতিবেদককে বিধায়ক স্বাতী খন্দকার রাখি পরিয়ে দিয়ে বলেন এখন সবার খবরের সিইও এছাড়া স্বাধীন সংবাদ প্রতিনিধি আরো বেশি বেশি করে এলাকার খবর মানুষের সমাজে তুলে ধরবেন এটাই আমার আশীর্বাদ।