July 19, 2025

গাছ ধ্বংসের অভিযোগ হুগলীর ডানকুনিতে

1 min read
Spread the love

সেখ আব্দুল আজিম : ডানকুনি তে প্রায়ই গাছ কাটা হচ্ছে। নেই প্রতিবাদের মুখ তাই বৃক্ষ রোপন সপ্তাহ নিয়ে মাতামাতি হলেও বৃক্ষ ছেদন নিয়ে কোনো মাতামাতিই নেই। ডানকুনি হাউসিং এর ডি ব্লকেও ৩ দিন ধরে গাছ কাটার অভিযোগ। ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়া কে দেওয়া সাক্ষাৎকরে ডানকুনি ডি ব্লকের বাসিন্দা তমাল মুখার্জী জানান এখানে জঞ্জাল সাফাই বা বন জঙ্গল সাফাই এর এর নামে অরণ্য নিধন যোগ্য চলছে তিনি জানান এই নিধন যজ্ঞের প্রতিবাদ করার মতো গাছ কে যে ভালোবাসে এইরকম গাছ কে ভালোবাসার মানুষ নেই এখানে। তিনি বলেন রক্ত পলাশ থেকে নিম তেতুল আম শিউলি ফুল পেয়ারা সহ একাধিক গাছ গেছ কাটা হয়েছে। বর্ষাকালে একাধিক গাছ ছাটা হয় সেটার প্রয়োজন ও আছে কিন্তু এখানে গাছ ধ্বংস করা হচ্ছে। তিনি জানান এর প্রতিবাদ করায় আমাকে অনেক কুরুচিকর কথাও শুনতে হয়েছে। যদিও ডানকুনি হাউসিং এর ডি ব্লকের সেক্রেটারি রাজ কাপুর দাস জানান কোনো গাছ কাটা হয়নি।জঙ্গলের জন্যে এলাকায় শাপ খোপের উপদ্রব তাই হাউসিং এর বাসিন্দা দের অনুরোধ হাউসিং কমিটির এর সিদ্ধান্তে গাছ ছাটা হয়েছে। কিন্তু বাস্তবে দেখা যায় বেশ কয়েকটি গাছ গড়া পেড়ে কাটা হয়েছে। যদিও ডি ব্লকের সেক্রেটারি রাজ কাপুর দাসের কাছে DigitalIndian Goldenindia নিউজের সাংবাদিকের প্রশ্ন প্রশ্ন গাছ কাটার ব্যাপারে বোন দপ্তরের অনুমতি নেওয়া হয়েছে কিনা? উত্তরে জানা যায় কোনোরকম অনুমতিই নেন নি হাউসিং কমিটি। গাছ কাটার সত্যতা অস্বীকার করেন ডানকুনি ১০ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলার জয়শ্রী সিনহা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *