নির্ধারিত হলো রোহিত ও কোহেলির ভবিষ্যৎ
1 min readবিশ্বকাপের পরে ব্যাটে রান নেই রোহিত শর্মার অধিনায়ক হিসাবেও ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইট ওয়াস হওয়ার পরে অস্ট্রেলিয়ার মাটিতে পরাজয়ের পরে প্রশ্ন চিহ্ন উঠেছে রোহিতের অধিনায়কত্ব নিয়ে। ব্যাটে তেমন রান পাচ্ছেন না ভিরাট কোহেলিও। বরং বার ব্যার্থতার পরেও প্রশ্ন উঠেছে ভিরাট কোহেলি ও রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে।প্রসঙ্গত উল্লেখযোগ্য যে,১৯ ফেব্রুয়ারি থেকে ০৯ মার্চ পর্যন্ত পাকিস্তান-দুবাই একসঙ্গে আয়োজন করছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। শেষবার পাকিস্তানের মাটিতে ৫০ ওভারের আইসিসি-র টুর্নামেন্ট হয়েছিল ২০১৭ সালে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। চার বছর অন্তর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ৮ বছর পর আইসিসি-র পরিচালনায় ফিরছে এই মেগা টুর্নামেন্ট। যা অনেকে মিনি বিশ্বকাপও বলে থাকেন। আর এই সিরিজের পরেই কার্যত আনুষ্ঠানিক ভাবে ভারতীয় দলের দুই মহারথী বিরাট কোহলি ও রোহিত শর্মার ভবিষ্যৎ! সূত্রের খবর অনুযায়ী মনে করা হচ্ছে বিরাট-রোহিতকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে বোর্ড!বিসিসিএই এর এক বিশেষ বৈঠকে গত রবিবার উপস্থিত ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনির পৌরহিত্য়ে সেই বৈঠকে ছিলেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা, নবনিযুক্ত বিসিসিআই সচিব দেবজিত্ সইকিয়া, ডাকা হয়েছিল হেড কোচ গৌতম গম্ভীর ডাকা হয়েছিল অধিনায়ক রোহিত শর্মাকেও। আলোচনা হয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাস্কর ট্রফিতে ভুল ঠিক সহ একাধিক বিষয়। খারাপ পারফরমেন্স ও তা কিভাবে ঠিক করা যায় সেই বিষয়েও আলোচনা করা হয়েছে। মিডিয়া রিপোর্টএ বলা হয়েছে ‘এখন কিছুই হবে না, তবে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে নেতৃত্ব পরিবর্তনের কথা বিবেচনা করবে টিম ম্যানেজমেন্ট। যদি পরিস্থিতির পরিবর্তন না হয়, তাহলে অধিনায়কত্ব বদলের বিষয়ে পদক্ষেপ নেওয়া হতে পারে। বিরাটকেও জানানো হয়েছে যে, তাকে রান করতে হবে, বিরাট-রোহিতের দু’জনকেই টেস্ট দল থেকে বাদ দেওয়া হবে না। সবকিছুই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁদের পারফরম্যান্সের উপর নির্ভর করছে।’ এখন প্রশ্ন এই দুই ঘন্টার মিটিং এ এটাও ঠিক করা হয়েছে কি হতে পারে ভিরাট ও রোহিতের ভবিষ্যৎ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুই তারকার পারফরম্যান্সের ওপরেই কি তাহলে নির্ধারিত হবে তাদের ভবিষ্যৎ?