পুজোর আগে সন্তান হারা একাধিক মা, অভিযোগ এক জাস্টিসে চাপা পরে যাচ্ছে একাধিক জাস্টিস
1 min readআর-জিকরে মহিলা চিকিৎসক কে খুন ও ধর্ষণ প্রতিবাদে সরব রাজ্য।একদিকে বিচার চেয়ে কর্মবিরতি তে জুনিয়র চিকিৎসকেরা অন্যদিকে পুজোর আগে সন্তান হারা হচ্ছেন একাধিক মা। অভিযোগ চিকিৎসকদের কর্মবিরতি মৃত্যুর কারণ হচ্ছে একাধিক সাধারণ মানুষের এমনটাই অভিযোগ শাসকদের একাধিক নেত্রীবর্গের।হুগলীর কোন্নগরে মাত্র ২৮ বছরের যুবক বিক্রমেরভট্টাচার্যের পথ দুর্ঘটনায় তার পা মারাত্মক ভাবে জখম হয় রক্ত ক্ষরণ হতে থাকে পা থেকে। স্থানীয় হাসপাতাল থেকে রেফার করা হয় মেডিকেল কলেজে। বিক্রমে মায়ের দাবী আর-জিকরে ছেলেকে নিয়ে যাওয়ার পরে চিকিৎসার গাফিলতি তে মৃত্যু হয় তার ছেলের।সন্তান হারা বিক্রমের মা কে দেখতে এসে সাংসদ কল্যাণ ব্যানার্জী জানান “মর্মান্তিক ঘটনা একটা মায়ের সামনে তো দাঁড়াতে পারছি না।উনি যা বললেন তা তো আরো কষ্টের।উনি আর-জি করে নিয়ে যাওয়ার পরে আড়াই থেকে তিন ঘন্টা কেও সাহায্য করতে আসে নি, একবার বলছে এখানে যান আর একবার বলছে ওখানে যান।ছিলো কে মা আর দিদিমা দুজনেই বয়স্ক তার মা অভিযোগ করেন ঐরকম পায়ের অবস্থায় ছেলেকে ঠেলে ঠেলে আমরা কোথায় নিয়ে যাবো।”তারপরে কে এসে বললো ১০৬ নাম্বার রুমে নিয়ে যান ১০৬ নাম্বার রুমে নিয়ে যাওয়ার পরে ওখানে একটা ব্যান্ডেজ করে দিয়েছে।তারপরে এক্সে করতে নিয়ে যাওয়ার সময়তে মারা গিয়েছে। বিক্রমের মৃত্যুর ঘটনায় বিক্রমের মা বিচার চায় সাংসদ কল্যাণ ব্যানার্জীর কাছ থেকে। তারপরে সাংঘাতিক কল্যাণ ব্যানার্জী আওয়াজ তোলেন জাস্টিস ফর কোন্নগর সেই স্লোগান ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে। রাতারাতি জনগণের বিরাট মিছিল বেরোয় হুগলীর কোন্নগর থেকে। মিছিলের সামনে পুত্র হারা বিক্রমের মা আর সাধারণ মানুষ কে চিকিৎসা দেওয়ার আজি করে সাংসদ কল্যাণ ব্যানার্জী দুই হাত তুলে স্লোগান তোলেন জাস্টিস ফর আর-জিকর টু কোন্নগর। এই স্লোগানে গলা মেলায় শত শত মহিলা পুরুষ। ছেলের বিচার চেয়ে একদিকে যখন চোখে জল নিয়ে মিছিলে হাটলো বিক্রমের মা ,মাত্র ৩৩ বছরের (রাজীব দেব ) সন্তান কে চিকিৎসার অভাবে হারিয়ে কাঁদছেন রিষড়ার সন্তান হারা সীমা দেব।মা সীমা দেব বাবার স্বপন দেবের অভিযোগ ছেলেটার বাথরুম এটকিয়ে গেছিলো, ক্যাথিটার লাগানোর জন্যে একজন ডাক্তার অব্দি এলো না,চিকিৎসা না পায়ে চোখের সামনে ক্যাথিটার টা না লাগানোর কারণে মারা যায় । অথচ আর-জি করের ডাক্তার দের একাধিক দাবী মুখ্যমন্ত্রী মেনে নেওয়ার পরেও আজ তারা কর্মবিরতি তে। নিটিজেন দের অভিযোগ এক জাস্টিসে চাপা পরে যাচ্ছে নাতো হাজারো জাস্টিস।