সবওয়ের দাবীতে অনড় বিধায়ক বেচারাম মান্না, দাবী না মানলে বৃহত্তম আন্দোলন!
1 min readহুগলীর সিঙ্গুরে সাবওয়ে নির্মাণের দাবী দীর্যদিনের। সাব ওয়ে না থাকায় অসুবিধার সম্মুখীন নিত্য যাত্রী থেকে শুরু করে স্কুল ফেরত যাত্রী কিংবা অসুস্থ সাধারণ মানুষ।রেলের লেবেল ক্রসিং এর গেট পরে যাওয়ার পরে দীর্ঘক্ষন দাড়িয়ে থাকতে হয় সাধারণ মানুষ থেকে শুরু করে অসুস্থ রুগীদের ফলে মৃত্যু মুখেও পরতে হয় কাওকে কাওকে। সাধারণ মানুষের এই অসুবিধা কে মান্যতা দিয়ে এবার পথে নামলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না।এর আগেও রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না কেন্দ্রীয় রেল মন্ত্রী কে এই চিঠি লিখেছিলেন। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সিঙ্গুরের ১ নাম্বার স্টেশনে সাবওয়ে নির্মাণের দাবীতে বিক্ষোভ প্রদর্শন করা হয় উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না বিধায়ক করবী মান্না । রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না জানান মমতা ব্যানার্জী যখন রেল মন্ত্রী ছিলেন তখনই তিনি সিঙ্গুরের সাব ওয়ে নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করেছিলেন। সেই সময়ে এই প্রকল্পের কাজ শুরু করার আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু বহু বছরে পেরিয়ে গেলেও সাব-ওয়ে নির্মাণের কোনো কাজ শুরু হয়নি।মন্ত্রী বেচারাম মান্না রেল মন্ত্রীর কাছে বার বার সাব ওয়ে নির্মাণের আবেদন জানালেও কোনো কাজ আজও শুরু হয়নি।বেচারাম নান্নার অভিযোগ রেল মন্ত্রক এই বিষয়ে উদাসীন, এবং সিঙ্গুরের সাধারণ মানুষ কে গুরুত্ব দেওয়া হচ্ছে না। তিনি জানান নিরাপদ সাবওয়ে না থাকায় ছাত্র ছাত্রীদের প্রতিদিন ঝুকি নিয়ে পারাপার করতে হয় এই সমস্যার সমাধানের জন্য সাবওয়ে নির্মাণ খুবই প্রয়োজনীয়।তিনি আরও জানান সাব ওয়ে না থাকায় অসুস্থ রুগী রা ঠিক সময়ে চিকিৎসা না পেয়ে মৃত্যুর মুখে পড়ছেন। সিঙ্গুর স্টেশনে বিক্ষোভ প্রদর্শন করেন বিধায়ক করবী মান্না ও অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।তৃণমূল কংগ্রেস নেতৃত্ব প্রদ্যুৎ দাস জানান সাবওয়ে নির্মাণ না হলে আন্দোলন আরও বড়ো আকার পাবে।