এক দশক পরে রঞ্জি খেলবেন রোহিত
1 min readব্যাট হাতে রান পাচ্ছেন না রোহিত শর্মা। বিশ্বকাপের পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ হার ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাবাস্কর ট্রফিতে ভারতের পরাজয় ও টেস্ট বিশ্ব কাপ থেকে চিকিয়ে যাওয়া সবকিছুর ই কারণ ভারতীয় ব্যাটিং বিপর্যয়। এর পর থেকেই বোর্ডের সিদ্ধান্ত রঞ্জির মতো টুর্নামেন্ট এ অংশগ্রহণ করতে হবে সমস্ত ক্রিকেটার দের। এই ২০১৫ সালের ১০ বছর পরে আবার রঞ্জি তে খেলতে দেখা যাবে রোহিত শর্মা কে। রঞ্জি তে ২৩ শে সেপ্টেম্বর থেকে মুম্বাই দলের হয়ে খেলতে দেখা যাবে ভারত অধিনায়ক কে।কয়েক দিন আগেই মুম্বই দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছেন রোহিত। শনিবার ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার সময় এক প্রশ্নের উত্তরে জানালেন, মুম্বইয়ের হয়ে পরের রঞ্জি ট্রফি ম্যাচ খেলবেন। বেশ কিছু দিন ধরে ফর্মে না থাকা রোহিত ব্যাট-বলের সখ্যতা বৃদ্ধি করতে চাইছেন। ব্যাটে রানের খোঁজেই রঞ্জি ট্রফির ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, ২০১৫ সালের পর এই প্রথম রঞ্জি ট্রফির ম্যাচ খেলবেন তিনি। অর্থাৎ প্রায় ১০ বছর পর আবার প্রথম শ্রেণির ক্রিকেটে দেখা যাবে রোহিতকে।ইংল্যান্ড এর বিরুদ্ধে সিরিজের আগে রোহিত কে রঞ্জি ম্যাচ বাড়তি অক্সিজেন যোগাবে কিনা তার উত্তর পাওয়া যাবে আন্তর্জাতিক ম্যাচে রোহিতের কামব্যাকের ওপর।এই বিষয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন , ‘‘এটা কোনও সমস্যা নয়। আমরা যারা তিন ধরনের ক্রিকেট খেলি, তাদের অভ্যাস আছে। টেস্টের পর অনেক সময় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হয়। লাল বল বা সাদা বলের সঙ্গে আমাদের দ্রুত মানিয়ে নিতে হয়। পরিবেশ, পরিস্থিতির সঙ্গেও মানিয়ে নিতে হয়। তা ছাড়া দীর্ঘ দিন ধরে খেলছি। এ ভাবেই খেলছি অনেক বছর ধরে। তাই এটা কোনও সমস্যা নয়।’’একদিকে যখন প্রশ্নের মুখে রোহিতের ক্রিকেট কেরিয়ার সেই সময় রঞ্জি ক্রিকেট রোহিত কে কতটা অক্সিজেন যোগায় তার জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী আন্তর্জাতিক ম্যাচগুলো অব্দি ।