April 25, 2025

এখন কি বিসিসিআই এর ব্যান লিস্টে মোহাম্মদ শামি? এখনো কি মাঠে দেখা মিলবে না শামির? কি সিদ্ধান্ত জানালো বোর্ড?

1 min read
Spread the love

মোহাম্মদ শামি ১৮ মাস আগে পাওয়া চোট মুক্ত হয়ে ভারতীয় দলে ফিরলেও, এখনো একাদশে খেলতে দেখা যায়নি তাকে। বোর্ড সূত্রে পাওয়া যাচ্ছে তাতে জানা গেছে এখনও শামি কে মাঠে দেখতে আরও কিছুটা ধৈর্যের পরীক্ষা দিতে হবে তার ফ্যানদের। তবে সেই অপেক্ষা চোট এর জন্যে নয় বলেই জানা যাচ্ছে। প্রথম দুটি টি-২০ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে শামিকে রাখা হয়নি দলে। তা নিয়ে কৌতুহল বেড়েই চলেছে সকলের মনে। বিসিসিআই-এর এক আধিকারিক বলেছেন, “চোট পাওয়ার পর শামি যেই ২ কেজি ওজন বাড়িয়েছিল তা কমিয়েছে। সে পূর্ণ শক্তি দিয়ে বল করছে। ওর টি-২০ ক্রিকেটে বেশি কিছু করার নেই। কিন্তু আসন্ন ওডিআই ম্যাচগুলিতে ওকে অনেক কিছু করতে হবে।” এটাও জানা যাচ্ছে শামিকে এখন মাঠে নামিয়ে কোনো রকম ঝুঁকি নিতে অনিচ্ছুক বিসিসিআই। তা ছাড়া, মহম্মদ শামি সেরকম টি-২০ ক্রিকেট খেলেন না। এদিকে, জসপ্রীত বুমরাহকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে কিনা তা নিয়েও ধোঁয়াশা কাটছে না।সেটাও একটা কারণ তাই শামিকে টি-২০ সিরিজে খেলাতে চাইছে না বোর্ড শামিকে টি-২০ সিরিজে খেলাতে না চাওয়ার। মহম্মদ শামি দেশের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ২০২৩ বিশ্বকাপের ফাইনালে। জসপ্রীত বুমরাহ যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলতে পারে তাহলে বড় দায়িত্ব নিতে হবে শামিকে। সেই কারণেই পেস অ্যাটাকের প্রধান শক্তিকে সঞ্চয়ে রাখছে বোর্ড। প্রশ্ন এও উটছে যে তাহলে এখন থেকে দলে নেওয়া হলো কেন শামিকে? বিশেষজ্ঞদের মতে, ভারতীয় দলের ফিটনেস ট্রেনিং ও অন্যান্য অুশীলনের মধ্যে রাখতেই এমনটা করা হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ২২ গজে ফিরবেন পেসার কিং, এরকমই জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *