আই লাভ হযরত মুহাম্মদ সাঃ
1 min read
সেখ আব্দুল আজিম (চন্ডীতলা) নারায়ে তাকবীর আল্লাহু আকবার ও হযরত মুহাম্মদ সাঃ এর ধ্বনিতে হুগলি জেলার ঐতিহাসিক ফুটবল মাঠ প্রাঙ্গনে আকাশ বাতাস মুখরিত হল এই ধ্বনিতে। পীরজাদা আলহাজ্ব মাওলানা পীরজাদা ত্বহা সিদ্দিকীর ডাকে কচিকাঁচা থেকে বড়রা, আই লাভ হযরত মুহাম্মদ সাঃ ব্লাকেড় হাতে নিয়ে উচ্চ কন্ঠে ধনী দিতে দিতে বাইক মিছিল শুরু হল বাঁধপুর মাঠ থেকে যাত্রা শুরু করলো ফুরফুরা শরীফের উদ্দেশ্যে। কয়েকশো বাইক মিছিলে অংশগ্রহণ করেন। বাইক মিছিল শুরু হবার আগে পীরজাদা ত্বহা সিদ্দিকী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পীরজাদা বলেন উত্তরপ্রদেশের সরকার আমাদের মুসলিম ভাইদের প্রতি জুলুম শুরু করেছে তা আমরা মেনে নিতে পারি না। তিনি আরো বলেন শুধু উত্তরপ্রদেশ নয় আসাম এছাড়াও অন্য রাজ্যে যেভাবে মুসলিম দলিত ভাইদের উপর অত্যাচার হচ্ছে তা আমরা মেনে নিতে পারছি না পারব না। তিনি আরো বলেন আমাদের সোনার বাংলা সম্প্রীতির বাংলা এই বাংলায় কোন বিশৃঙ্খল আমরা সহ্য করব না। শুধু মুসলিম নয় দলিত অত্যাচারিত মানুষের প্রতি জুলুম সহ্য করা যাবে না যাবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সি প্রশংসা করে পীরজাদা বলেন মুখ্যমন্ত্রীর সাথে আরো যে সমস্ত মন্ত্রী মহোদয় নেতা রয়েছেন তারা দিদির সামনে বলেন তৃণমূল কংগ্রেস আমাদের দল আবার তারাও মাঝে মাঝে মধ্যে অন্যরূপ দেখা যাচ্ছে। এটা চলতে দেওয়া যায় না। কবিগুরু রবীন্দ্রনাথের বাংলা নজরুলের বাংলা সম্প্রীতির বাংলা আমরা একসাথে চলছি, চলবো এখানে করে অশান্তি হতে দেব না। মিছিলের উদ্দেশ্যে তিনি বলেন মিছিলে কোন রূপ ভিন্ন শ্লোগান দেবেন না এছাড়া হাসপাতাল চত্বরে একেবারে মাইক বন্ধ থাকবে এটাই ছিল আজকের বিশেষ নির্দেশ পীরজাদার। চন্ডীতলা থানার ওসি অনিল কুমার রাজ মহাশয়ের কনভয় চলল ধীরগতিতে পীরজাদার সেই চেনা গাড়ি যাত্রা শুরু করলো ফুরফুরা শরীফের উদ্দেশ্যে ।প্রশাসনের ত্রুটি ছিল না শান্তি শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় হবেই বা কেন এতো পীরজাদার নির্দেশ।