November 27, 2025

আতঙ্ক SIR বিস্ফোরক অভিযোগ ডানকুনির চেয়ারম্যানের

1 min read
Spread the love

সেখ আব্দুল আজিম : SIR শুরু হওয়ার পর থেকে ইতিমধ্যেই পুশব্যাক করা হয়েছে একাধিক অনুপ্রবেশকারী কে। কেন্দ্রীর নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযানী ২০০২ সালের পর থেকে অনুপ্রবেশকারীদের পুশব্যাক করা হবে,সেক্ষেত্রে যাদের ২০০২ সালের পরে ভোটাধিকার হয়েছে তাদের বাবা কিংবা মার নাম ২০০২ সালের ভোটার লিস্ট যা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে সেখান থেকেই ডাউনলোড করা যাবে, তাদের আর আলাদা করে SIR এর প্রয়োজন নেই। অন্যদিকে ডানকুনিতে গতকাল অসুস্থ হয়ে পরে বছর ষাটের হাসিনা বেগম হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় এর পরেই ডানকুনির চেয়ারম্যান হাসিনা সাবনাম দাবী করেন SIR এর আতঙ্কেই প্রাণ হাসিয়েছেন বছর ষাটের ওই মহিলা। ঘটনায় ডানকুনি এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরী হয়েছে। চেয়ারম্যান হাসিনা সাবনাম ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান যে তিনি পরিবারের পাশে আছেন। SIR এর বিরোধীতায় একদিকে যখন সরব তৃণমূল কংগ্রেস ঠিক সেই সময় পর পর এইরকম মৃত্যুর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *