December 3, 2024

Digital Indian Golden India

New Entertainment of India

চন্ডিতলা থানার সাইবার পাঠশালা মানুষ কে দেখাচ্ছে নতুন দিশা

1 min read
Spread the love

চন্ডীতলা : হুগলি গ্রামীন পুলিশের উদ্যোগে চন্ডীতলা থানার ব্যবস্থাপনায় আজ থেকে তিন দিনব্যাপী বিদ্যাসাগর অডিটরিয়ামে শুরু হলো সাইবার পাঠশালা। একদিকে যখন ভারতের কোনে কোনে সাইবার ক্রাইম বেড়েই চলেছে, সাইবার প্রতারণার স্বীকার হয়ে সর্বস্বান্ত হচ্ছেন গ্রাম বাংলার সাধারণ মানুষ থেকে বৃদ্ধ পেনসিয়ান হোল্ডাররা OTP দিলেই ব্যাঙ্ক একাউন্ট ফাঁকা, ঠিক সেই সময়ে সাইবার পাঠশালা অভিনব উদ্যোগ চন্ডিতলা থানার। সাইবার পাঠশালার যা আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক। আর তাদের এই সাইবার পাঠশালার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করলেন চন্ডীতলার এসডিপিও তমাল সরকার উপস্থিত ছিলেন চন্ডীতলার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ’ জয়ন্ত পাল, সাব ইন্সপেক্টর মউ হীরা সাইবার ক্রাইম, সিআই তারকেশ্বর প্রশান্ত চ্যাটার্জী, মৌসম চক্রবর্তী সাইবার ক্রাইম, সাব ইন্সপেক্টর সোমদেব পাত্র, রথীন্দ্রনাথ ঘোষ, কৌশিক পাল এছাড়া উপস্থিত ছিলেন চন্ডীতলা ২ নম্বর ব্লকের বিডিও অভিষেক দাস সহ একাধিক প্রশাসনিক ব্যাক্তিরা উপস্থিত একাধিক স্কুলের কয়েকশ ছাত্র ছাত্রী।বর্তমান দৈনন্দিন যুগে সোশ্যাল মিডিয়া গ্রাস করেছে আমাদের সকলকেই ৮ থেকে ৮০ সকলেই সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি আর সেখানে ভুল ব্যবহারে বাঁধছে বিপত্তি আর সেই বিপত্তি আরো কয়েকগুণ বাড়ছে ছোট ছোট ছেলে মেয়েদের।আর সেই বিপত্তি দূর করতে দেব-দূত এর মতন আবির্ভাব হল হুগলি গ্রামীণ পুলিশের সাইবার টিম। আজ হাতে-কলমে দেখানো হলো এবং শেখানো হল সোশ্যাল মিডিয়া কিভাবে নিরাপত্তার সাথে ব্যবহার করতে হবে। সাইবার পাঠশালার মতো অভিনব চিন্তা হুগলী গ্রামীণ পুলিশের মুকুটে নবতম সংযোজন যেখানে শেখানো হচ্ছে কিভাবে সাইবার প্রতারণাতে সর্বশান্ত হওয়ার হাত থেকে বাঁচা যায়।-প্রতিবেদক,সেখ আব্দুল আজিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *