October 11, 2024

Digital Indian Golden India

New Entertainment of India

এদিন প্রায় আট শতাধিক ছাত্রছাত্রী বিজ্ঞান মেধা অন্বেষণ ও সায়েন্স ট্যালেন্ট পরীক্ষা দেন।

1 min read
Spread the love

সেখ আব্দুল আজিম, চন্ডীতলা, হুগলী : শতাব্দী প্রাচীন নবাবপুর হাই মাদ্রাসা (উঃমাঃ)।নবাবপুর হাই মাদ্রাসা (উঃ মাঃ) এ হলো সায়েন্স এপটিচিউড এন্ড ট্যালেন্ট সার্চ টেস্ট।এদিন প্রায় আট শতাধিক ছাত্রছাত্রী বিজ্ঞান মেধা অন্বেষণ ও সায়েন্স ট্যালেন্ট পরীক্ষা দেন।রবিবার ২টি পর্যায়ে এই বিজ্ঞান মেধা অন্বেষণ ও সায়েন্স ট্যালেন্ট পরীক্ষা হয়।প্রথম পর্যায়ের পরীক্ষা সকাল ১০টা ৩০ হতে দুপুর ১২টা ১৫ পর্যন্ত এবং পরবর্তী পরীক্ষা দুপুর দেড়টা থেকে বৈকেল ৪টা পর্যন্ত হয়। তৃতীয় থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।মোট ৪০টি স্কুল এই পরীক্ষায় অংশগ্রহণ করেন।নবাবপুর হাই মাদ্রাসা (উঃমাঃ) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহম্মদ ফাসিহুর রহমান সিদ্দিকী জানালেন, সম্পূর্ণ নির্বিঘ্ন পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবক – অভিভাবিকারাও খুবই খুশি। বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *