November 21, 2024

Digital Indian Golden India

New Entertainment of India

বিশ্বনবীর আগমনের দিন পালিত হলো মহা আরম্বরে

1 min read
Spread the love

সেখ আব্দুল আজিম (হুগলি),মহা সমারোহে পালিত বিশ্ব নবী দিবস*নিজস্ব প্রতিনিধি :বিশ্বনবীর আগমনের দিন। ১৬ই সেপ্টেম্বর ২০২৪ সোমবার রাজ্যের সর্বত্র পালিত নবী দিবস। ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা শবনম জাতি ধর্ম নির্বিশেষে সকলকে বিশ্ব নবী দিবস উপলক্ষে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন।সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলাদুন্নবী জালসা অনুষ্ঠিত হলো হুগলির বৈদ্যবাটি চৌমাথা মুসলিম পাড়া মসজিদ প্রাঙ্গণে। এবং আজ বিশাল এক জুলুস আসে বৈদ্যবাটি মাঠপাড়া মসজিদের ইমাম সাহেব সহ ও সকল মহাল্লাবাসী তাদের জন্য যত কিঞ্চিত তাবারকের ব্যবস্থা করা হয়েছিল ও সুন্দর ভাবে বন্টন করা হয়।উক্ত অনুষ্ঠানে কচিকাঁচা ছেলেমেয়েদের মধ্যে নাতে রাসুল ও কেরাত প্রতিযোগিতা হয়। তাদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারকে বিশেষ পুরস্কার ছাড়াও সকল প্রতিযোগিদের শান্তনা পুরস্কার দেওয়া হয়। এবং ছোট ছোট বাচ্চাদের মধ্যে একটা আনন্দের হিল্লোল বয়ে যায়।মসজিদ কমিটির সদস্যগন ও সম্পাদক সায়েম আলি খুব সুন্দর ভাবে তদারকি করেন।।মাগরিব বাদ মিলাদুন্নবী জালসায় বক্তব্য রাখেন অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি ও ফুরফুরা শরীফ এর ভুমিপুত্র আবু আফজাল জিন্না। তার বক্তব্যে নবিপাক (সাঃ) এঁর 63 বছরের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।বলা বাহুল্য প্রফেট হজরত মুহাম্মদ মোস্তফা ( সঃ) ছিলেন একজন মহামানব মহাপুরুষ।সারা বিশ্ববাসীর কাছে শান্তির বার্তা পৌঁছে দিয়েছিলেন,এক কথায় তাঁর জীবনের আদর্শ, মানবিকতার কথা বক্তব্যে তুলে ধরেন। দেশবাসীর কল্যান কামনা করে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।বিশ্ব নবী দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরে নবাবপুর ভগবতীপুর কুমির মোড়া এলাকায় কচিকাচা সহ বড়দের পায়ে হেঁটে টোটো অটোর মাধ্যমে মিছিল বের করা হয়। এলাকা পরিক্রম করে। নানা স্লোগানে মুখরিত হয় আকাশ বাতাস মাঝে মাঝে ঝিরঝির বৃষ্টিকেও উপেক্ষা করে মিছিল থেমে থাকেনি। বিশ্বনবী দিবস পালিত হলো দিকে দিকে। এই পরিক্রমার সময় রাস্তার দু’ধারে পুরুষ ও মহিলা মহিলারা দেখার জন্য মহিলারা ও পর্দার সাথে বাড়ির আশেপাশে অপেক্ষা করতে থাকেন। উক্ত মিছিলের কচিকাঁচা থেকে বড়দের এলাকায় এলাকায় টিফিন বিতরণ করা হয়। নবাবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিনা সাঁতরা এবং উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক বিশ্ব নবী দিবস উপলক্ষে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন জাতি ধর্ম নির্বিশেষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *