December 14, 2024

Digital Indian Golden India

New Entertainment of India

কুমিরমোড়া মদিনানগর মাদ্রাসা আসহাবুস সুফ্ফায় এক কেরাত সম্মেলন

1 min read
Spread the love

হুগলীর কুমিরমোড়ায় ক্বেরাত সম্মেলনসেখ আব্দুম আজিম, চণ্ডীতলা, ২০-১১-২০২৪ : ২২ শে নভেম্বর শুক্রবার : হুগলী জেলার চন্ডীতলা থানার কুমিরমোড়া মদিনানগর মাদ্রাসা আসহাবুস সুফ্ফায় এক কেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান ক্বারী হিসাবে কোরআন তেলাওত করেন বাংলাদেশের বিখ্যাত ক্বারী আলহাজ্ব সাইদুল ইসলাম, এছাড়াও জেলার নামকরা ক্বারী সৈয়দ আবদুল্লাহ, ক্বারী শামসের তবরেজ প্রমুখ কোরআন তেলাওতের মাধ্যমে উপস্থিত হাজার হাজার শ্রোতাদের মুগ্ধ করেন। মাদ্রাসার সম্পাদক মুফতী আব্দুর রব সাহেব জানান, ভবিষ্যতে এই রকম জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্কারীদের নিয়ে আরো অনুষ্ঠান করা হবে। সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব পীরজাদা ত্বহা সিদ্দিকী। উপস্থিত ছিলেন ডানকুনী পৌর সভার পৌরমাতা হাসিনা শবনম, মাদ্রাসা কমিটির সভাপতি হাজী সুলতান মন্ডল, হাফেজ সেফাতুল্লা হালাদর, ওস্তাজুল হুপ্পাজ সাইফুদ্দিন মিদ্দে। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন শিক্ষক সেখ শামসুল হুদা।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *