October 11, 2024

Digital Indian Golden India

New Entertainment of India

1 min read
Spread the love

*লাটাগুড়ি জঙ্গলের জ্যান্ত ভূত* গোরুমারা জাতীয় উদ্যানে রবিবার রাতে ৩১ নাম্বার জাতীয় সড়ক ধরে ডুয়ার্স থেকে ফিরছিলেন একদল পর্যটক, পথে মহাকাল এলাকায় দেখা যায় সাদা থান পরা হাতের শাঁখা পলা পরা এক মহিলা ভূত কে। আচমকা গাড়ির সামনের দিকে রাস্তা পার হতে দেখে পর্যটকরা স্তম্ভিত হয়ে যান।।তারপরেই গাড়ি থেকে নেমে পড়েন সকলে এরপর এক সাহসী মহিলা তাকে জাপটে ধরে নেন। অবশেষে ধরা পড়েন ভূত নয় জ্যান্ত ভূত তারপর পথে রীতিমত ভিড় জমে যায় এবং এলাকার মানুষদের অভিযোগ এইভাবে মানুষের থেকে টাকা নেওয়ার কল খাটিয়েছিল বৃদ্ধা। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে এই রবিবার প্রচুর পর্যটক এর সমাবেশ হয় লাটাগুড়ি জঙ্গলে। জঙ্গলের মাঝে মহাকাল নামক এক অংশে থাকতে নেই জ্যান্ত ভূত, শোনা যায় এই মহাকাল নামক জঙ্গলের অংশে ঘটেছে অনেক দুর্ঘটনা প্রাণ হারিয়েছে অনেক মানুষ এই দুর্বলতার অপব্যবহার করে চলছিল জ্যান্ত ভুতের ব্যবসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *