বন্যা কবলিত এলাকায় ফুরফুরা ফুরফুরা শরীফ টিম আমরা সবাই
1 min readসেখ আব্দুল আজিম হুগলি,:বন্যাকবলিত এলাকায়:টিম আমরা সবাই 24.9.24 তারিখে হাওড়া জেলার জয়পুর থানার চক শালিকা গ্রামে বন্যাকবলিত এলাকায় কিছু উপহার সামগ্রী(ছোট্ট ফ্যামিলি প্যাকেজ)তুলে দিলেন “ফুরফুরা শরীফ টিম আমরা সবাই”।টিম আমরা সবাই জানায় মানব সেবাই বড় ধর্ম। হঠাৎ ডিভিসির জল ছাড়ায় খানাকুল, বন্দর উদয় নারায়নপুর ভবানিপুর কুরচি জয়পুর সমস্ত এলাকা প্লাবিত। টিমের তথা ফুরফুরা শরীফ এর ভুমিপুত্র আবু আফজাল জিন্না বলেন মানুষ জন খুব কষ্টের মধ্যে আছে হাহাকার অবস্থা খাবারের জন্য। খুব করুন অবস্থা। সরকার ছাড়াও আরও স্বেচ্ছাসেবী সংগঠন রা আগিয়ে আসুক।টিমের রামপ্রসাদ-সফিকুল সহ সমস্ত ছেলেরা খুব সুন্দর আন্তরিকভাবে মেহনত দিয়েছে।কাছ থেকে পরোখ করলে জানা যায়, বন্যাকবলিত এলাকার মানুষ জন কতো অসহায়ত্ববোধ করে। এই ভয়াবহ বন্যা দেখে,চোখে জল ধরে রাখতে পারছেনা মহাঃ হবি,ভোম্বোলরা । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধ্যমতো চেষ্টা করছেন ত্রাণ,পানিয় জল ইত্যাদি পরিষেবা দেবার।ডিভিসি হট করে অনেক জলছাড়ায় বিপজ্জনক পরিস্থিতি তৈরি হলো। হাজার হাজার মানুষের ঘরবাড়ি, ভিটে, ফসল, নষ্ট হয়ে গেছে।রাজ্যেরবন্যা কবলিত এলাকায় একটি বাচ্চা সহ আরো কয়েকজন মারা গেছে এটা অত্যন্ত দুঃখজনক। পরিস্থিতির মোকাবিলা করছেন বহু মানুষ। অনেক স্বেচ্ছাসেবী সংগঠন খুব ভালো কাজ করছেন।”টিম আমরা সবাই”এর ছেলেরা খুব আন্তরিক ভাবে মেহনত দিয়েছেন দোয়া চাই সকলকে আল্লাহপাক হেফাজত করুক।