September 23, 2025

আমাদের পাড়া আমাদের সমাধান আজ রাজ্যের মন্ত্রী কলকাতার মহানগরীক ফিরহাদ হাকিম

1 min read
Spread the love

সেখ আব্দুল আজিম (চন্ডীতলা) আমাদের পাড়া আমাদের সমাধান আজ রাজ্যের মন্ত্রী কলকাতার মহানগরীক ফিরহাদ হাকিম (ওরফে ববি) চন্ডীতলা দুই ব্লকের নৈটি গ্রাম পঞ্চায়েতে এসেছিলেন কিছুক্ষণের জন্য। মহানগরীকে দেখার জন্য রাস্তার দু’ধারে অসংখ্য মানুষের ভিড় লক্ষ্য করা যায়। কলকাতার মহানগরীকে ব্যাচ ও উত্তরীয় পুষ্পস্থক মোমেন্ট দিয়ে বরণ করে নেন চন্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার। সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন ফিরহাদ হাকিম রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির ভুয়াসিপ্রশংসা করে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমাদের পাড়া আমাদের সমাধান এছাড়াও যে সমস্ত প্রকল্প রয়েছে সেগুলো বাস্তবে রূপ দিতে বদ্ধপরিকর আমরা। উপস্থিত ছিলেন চন্ডীতলা বিধায়ক স্বাতী এছাড়া হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন মহাশয় কর্মদক্ষ শামীম আহমেদ ছিলেন উত্তরপাড়ার চেয়ারম্যান দিলীপ যাদব তাছাড়াও নৈটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্য সদস্যা ছাড়াও উক্ত পঞ্চায়েতের আধিকারিকগণ। চন্ডীতলা ব্লক 2 এর সভাপতি এছাড়া অন্যান্য সদস্য সদস্যবৃন্দ। এসডিও এছাড়া চন্ডীতলা ব্লক ২ এর সমষ্টি উন্নয়ন আধিকারিক ছাড়াও জয়েন্ট আধিকারিক ২। প্রসঙ্গত হুগলি জেলার ডি এম ছাড়াও অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন চন্ডীতলা থানার ওসি অনিল কুমার রাজ মহাশয় এবং তার সহকর্মীদের নিয়ে মহানগরীকে সম্মানের সাথে নিয়ে যান উক্ত পঞ্চায়েত অনুষ্ঠানে অপরদিকে যাবার সময় ও মহানগরীকে যথাযথ মর্যাদা সাথে বিদায় জানান মহানগরীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *