দিবা রাত্রি ফুটবল প্রতিযোগিতা
1 min read
সেখ আব্দুল আজিম (চন্ডীতলা) ২৩ শে নভেম্বর ২০২৫ নবাবপুর অঞ্চল ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা হল। পরিচালনায় নবাবপুর যুব সমিতি সহযোগিতায় ইলিয়াস মোল্লা। উক্ত ফুটবল খেলায় জহর স্পোর্টিং ক্লাব জলামাদুল জয়ী হয় মোল্লা স্পোর্টিং ক্লাব ভগবতীরপুর কে হারিয়ে। বিশিষ্ট গুরুজনদের ব্যাচ মোমেন্ট ও সাল পরিয়ে সম্মান প্রদান করা হয়। এই দিন খেলার মাঠে উপস্থিত ছিলেন এসডিপিও চন্ডীতলা এছাড়া চন্ডীতলা থানার ওসি অনিল কুমার রাজ মহাশয় এবং অন্যান্য অভিসার বৃন্দ ও বিশিষ্ট গুণীজন। প্রসঙ্গত ফুটবল খেলার মাঠে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ওসি চন্ডীতলা অনিল কুমার রাজ মহাশয়। ক্লাব কমিটি ও ইলিয়াস মোল্লা এছাড়াও সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন জানায় সকলকে। প্রসঙ্গত সংক্ষিপ্ত বক্তব্যে ওসি চন্ডীতলা বলেন এই দিন রাত্রিতে জঙ্গলপাড়া একটি ঔষধের দোকান সারা রাত্রি খোলা থাকবে সাধারণ মানুষের জন্য সেখানে চন্ডীতলা থানার পুলিশ থাকবে। তিনি আরো বলেন রাত নটার পর সমস্ত ওষুধের দোকান বন্ধ হয়ে যায়। মুহুর্মুহু রোগীর পরিবাররা ঔষধের জন্য পেরেশানি হন সেই জন্য এই ব্যবস্থা। নেয়া হলো। সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং অন্যতম কর্ণধার কাজী হেদায়েতুল্লাহ সাধুবাদ জানিয়েছেন পাশাপাশি তিনি
বলেছেন শিয়াখালা চন্ডীতলা বর্ডার লাইনে দিবারাত্রি ঔষধের দোকান খোলা রাখার ইচ্ছা ওসি চন্ডীতলা মশাই কে অনুরোধ করেছেন। সম্মতি পেলেই আরেকটি দিবারাত্রি ওষুধের দোকান খোলা হবে। ৮ থেকে ৮০ বছরের ক্রীড়া প্রেমীরা, চেটেপুটে সিজনের দিবারাত্রি ফুটবল খেলায় আনন্দ ভোগ করল করলেন।ইলিয়াস মোল্লা জানালেন নবাবপুর অঞ্চল ফুটবল মাঠের ঐতিহ্য বাজায় রেখে যেভাবে সাধারণ মানুষ এবং আটটি দলের কর্মকর্তাগণ সহযোগিতা করেছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। রেফারিদের পুরস্কৃত করা হয় তাদের পরিচালনায় কোনো ত্রুটি ছিল না মাঠে কোন গন্ডগোল হয়নি এটাই নবাবপুর অঞ্চল ফুটবল মাঠের ঐতিহ্য বাজায় রইল।