একাই একশ,বাংলাদেশী ব্যাটসম্যান। আবার পাঞ্জা শামী. ২২৮ বাংলাদেশের
1 min read
চ্যাম্পিয়ন ট্রফির ভারতের প্রথম ম্যাচ, বল হাতে হার্ষিত রানা ৩ উইকেট ও অক্ষর প্যাটেল ২ উইকেট নিলেও আবারো মোহাম্মদ শামীর শিকার ৫ বাংলাদেশী ব্যাটসম্যান। জাকের আলী ও তৌহিদ হৃদয়ের ১৫৩ রানের পার্টনারশিপ ভারত কে সম্মান জনক রানে পৌঁছাতে সাহায্য করে। ব্যাট হাতে একাই একশো করেন তৌহিদ হৃদয়। ১১৮ বলে ১০০ রানের সাজানো ইনিংসে ছিলো ছয়টি বাউন্ডারি ও দুটি ওভার-বাউন্ডারি। দীর্ঘ ইনজুরির পর শামী কামব্যাক এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচে মোহাম্মদ শামীর ১০ ওভারে ৫৩ রান দিয়ে ৫ উইকেট এই সিরিজে ভারত কে বাড়তি অক্সিজেন যোগাবে তা বলার অপেক্ষা রাখে না।ভারতের তবে বাজে ফিল্ডিং এর সুযোগ নিয়ে একসময়ে ৩৫ রানের মাথায় ৫ উইকেট হারানো বাংলাদেশ ৪৯.৪ ওভারে ২২৮ (১০ উইকেট হারিয়ে)রান তুলে ফেলে। ম্যাচে একদিকে যেমন জাকের আলী ও তৌহিদ হৃদয়ের ১৫৩ রানের পার্টনারশিপ ভারতের বিরুদ্ধে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ পার্টনারশীপের রেকর্ড গড়েছে, অন্যদিকে নবম ওভারের মাথায় অক্ষর প্যাটেলের বলে পর পর দুই বলে তানজিদ হাসান ও মুশফিকুর রহমান আউট হওয়ার পরে অক্ষর প্যাটেল হ্যাটট্রিক হাওয়ার সুবর্ণ সুযোগ হারায়, ক্যাচ মিস করেন রোহিত শর্মা।